ঢাকা কলেজ ক্যাম্পাসকে ওয়াইফাইয়ের আওয়তায় আনা হবে বলে জানিয়েছেন টেলিযোগাযোগ ও তথ্য-প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
আজ বৃহস্পতিবার ঢাকা কলেজে ফার্মফ্রেশ জাতীয় বিজ্ঞানমেলা উদ্ভোধন অনুষ্ঠানে তিনি এ কথা জানান।
পলক বলেন, প্রযুক্তির সাথে তাল মিলিয়ে চলতে হলে প্রযুক্তি থেকে দূরে থাকা যাবে না। ঢাকা কলেজের শিক্ষার্থীদের জন্য গোটা ক্যাম্পাসকে ওয়াইফাইয়ের আওতায় আনা হবে। বিশেষ করে শিক্ষার্থীদের সমাগম যেখানে বেশি সেখানে শক্তিশালী ইন্টারনেট ব্যবস্থা থাকবে।
তিনি বলেন, উন্নত বিশ্বে খনিজ সম্পদ নেই এমন অনেক দেশ আছে যারা শুধুমাত্র প্রযুক্তির উপর দিয়ে এগিয়ে গেছে। আমাদেরও সেই সক্ষমতা আছে।
প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ বলেন, আমাদের দেশের গ্যাস সম্পদ সামনের ১০ বছরেই যদি শেষ হয়ে যায় তখন কি করবো? আমাদের তারুণ্য আছে তরুণরাই আমাদের শক্তি। তারা প্রযুক্তি দিয়ে দেশকে এগিয়ে নেবে।
প্রসঙ্গত, ঢাকা কলেজে আজ ৬ মার্চ থেকে ৯ মার্চ ফার্মফ্রেশ জাতীয় বিজ্ঞানমেলা শুরু হয়েছে।