বিয়ের প্রলোভন দিয়ে এক ছাত্রীকে ধর্ষণ

0
293
Print Friendly, PDF & Email

বরিশালের আগৈলঝাড়ায় প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় বিয়ের প্রলোভন দিয়ে এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে আদালতে মামলা দায়ের করা হয়েছে।

মামলা ও স্থানীয়সূত্রে জানাগেছে, উপজেলার দক্ষিণ চাঁদত্রিশিরা গ্রামের হাবিবের ছেলে মাসুদ করিম একই এলাকার লাইজু খানমকে বিভিন্ন সময়ে প্রেমের প্রস্তাব দিলে তা প্রত্যাখান করে লাইজু।

পরে মাসুদ বিয়ের প্রলোভন দিয়ে বিভিন্ন সময়ে ছাত্রীকে ধর্ষণ করে। আর এ কাজে মাসুদকে সহযোগিতা করেছে তার মামা আ. সত্তার তাজ।

ছাত্রীটি বিয়ের জন্য চাপ দিলে মাসুদ তালবাহানা করে বিয়ে করতে রাজি হয়নি।

মাসুদের মামা সত্তার তাজ লাইজুর পরিবারের কাছে বিয়ের জন্য ৬ লক্ষ টাকা যৌতুক দাবি করে। এঘটনায় সোমবার (০৩-০৩-১৪) লাইজু বাদী হয়ে বরিশাল নারী ও শিশু দমন ট্রাইব্যুনালে ধর্ষণের অভিযোগ এনে দু’জনকে আসামী করে মামলা দায়ের করে।

বিজ্ঞ আদালতের বিচারক আগৈলঝাড়া থানার ওসিকে এবিষয়ে তদন্তপূর্বক প্রতিবেদনসহ ধর্ষিতার মেডিকেল পরীক্ষা করে আদালতে জমা দেয়ার নির্দেশ দিয়েছে।

শেয়ার করুন