বেনাপোলের পুটখালী সীমান্ত থেকে ১৫টি স্বর্ণের বারসহ তুহিন(২২) নামে এক চোরাচালানীকে আটক করেছে বিজিবি সদস্যরা।
সে পুটখালী গ্রামের শওকত আলীর ছেলে। বুধবার সন্ধ্যায় পুটখালী গ্রামের স্কুল মাঠের পাশ থেকে তাকে আটক করে।
খুলনা ২৩ বর্ডার গার্ড বিজিবির কমান্ডিং অফিসার(সিও) লে: কর্ণেল মোস্তাফিজুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার সন্ধ্যায় বেনাপোল সীমান্তের ভারত সংলগ্ন গ্রাম পুটখালী থেকে তুহিন নামে এক যুবককে ১৫টি স্বর্ণের বারসহ (১ কেজি ৮শ গ্রাম) আটক করা হয়েছে।
স্বর্ণগুলো ভারতে পাচারের জন্য নিয়ে যাওয়া হচ্ছিল। তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে রাতে বেনাপোল পোর্ট থানায় স্বর্ণসহ সোপর্দ করা হবে বলে জানান তিনি।