স্বাধীনতাবিরোধীদের নির্মূলে পুলিশ ব্যুরো অব কাউন্টার টেরোরিজম গঠন

0
92
Print Friendly, PDF & Email

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, নিরাপত্তা ও অপরাধের নতুন নতুন চ্যালেঞ্জ মোকাবেলায় পুলিশের আধুনিকায়ন অব্যাহত থাকবে। স্বাধীনতাবিরোধীদের যেকোনও নাশকতা, জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ নির্মূলে পুলিশ ব্যুরো অব কাউন্টার টেরোরিজম গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে।
আজ বৃহস্পতিবার সকাল ৮.৩০মিনিটে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনে চার দিনব্যাপী পুলিশ সপ্তাহ-২০১৪ এর উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। অনুষ্ঠানের শুরুতে প্রধানমন্ত্রী প্যারেড পরিদর্শন, সালাম ও অভিবাদন গ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী হুঁশিয়ার করে দিয়ে বলেন, জঙ্গি ও অপরাধীদের সঙ্গে হাত মেলালে কঠোর শাস্তি পেতে হবে। যে পর্যায়ের ব্যক্তিই হোক, দোষীদের রেহাই দেওয়া হবে না।
শেখ হাসিনা বলেন, বিএনপি ও জামায়াত-শিবির প্রতিনিয়ত চক্রান্ত করে যাচ্ছে। তাদের নৈরাজ্য সত্ত্বেও বাংলাদেশের কাঙ্ক্ষিত অর্থনৈতিক প্রবৃদ্ধি হয়েছে। তিনি বলেন, আমরা প্রায় তিন হাজার কোটি টাকার উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করছি। আইনশৃঙ্খলা খাতে অর্থ বরাদ্দকে আমরা বিনিয়োগ হিসেবে বিবেচনা করি। পুলিশসহ প্রতিটি খাতে উন্নয়নের এ ধারা অব্যাহত থাকবে।
পুলিশ সদস্যদের উদ্দেশে শেখ হাসিনা বলেন, পুলিশ হচ্ছে শান্তিপ্রিয় সাধারণ জনগোষ্ঠীর প্রধান ভরসা। তাই প্রতিটি থানা ও ফাঁড়িকে জনগণের প্রকৃত আশ্রয়স্থল হিসেবে গড়ে তুলতে হবে। সর্বোচ্চ সেবার মনোভাব নিয়ে কাজ করতে হবে। এ ব্যাপারে কোনও গাফেলতি সহ্য করা হবে না।
প্রধানমন্ত্রী বলেন, অভ্যন্তরীণ শান্তিশৃঙ্খলা রক্ষা করা, সন্ত্রাস ও অপরাধ দমন, আর্থ-সামাজিক স্থিতিশীলতা বজায় রাখা এবং গণতন্ত্র ও মানবাধিকার রক্ষার মাধ্যমে সরকারের রূপকল্প-২০২১ বাস্তবায়নে বাংলাদেশ পুলিশ বাহিনীর সদস্যরা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তিনি আরও বলেন, ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে একটি উন্নত রাষ্ট্রে পরিণত করতে চাই।
প্রধানমন্ত্রী পুলিশ সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অবদানের জন্য চার ক্যাটাগরিতে পদকপ্রাপ্ত ১০৫ জন পুলিশ কর্মকর্তাদের ‘পুলিশ পদক ২০১৩’ পরিয়ে দেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব সিকিউকে মোস্তাক আহমেদ, পুলিশের মহাপরিদর্শক হাসান মাহমুদ খন্দকার, র্যাবের মহাপরিচালক মোখলেসুর রহমানসহ পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

শেয়ার করুন