শহীদ বজলুর রহমান হল উদ্ধারে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অবরোধ কর্মসূচি ঠেকাতে ব্যাপক প্রস্তুতি নিয়েছে পুরান ঢাকা বংশালের মালিটোলার বাসিন্দারা। বৃহস্পতিবার শিক্ষার্থীরা হলটি অবরোধের কর্মসূচি দিয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, বুধবার রাত থেকেই শিক্ষার্থীদের ঠেকাতে নানা ধরনের প্রস্তুতি নিয়েছে এলাকাবাসী। এ নিয়ে গভীর রাতে স্থানীয় কমিটির উদ্যোগে বেশ কয়েকটি সভা হয়। বৃহস্পতিবার সকাল থেকেই মাইকিং করে এলাকাবাসীকে জড়ো করা হচ্ছে।
এ ব্যাপারে এলাকাবাসী জানায়, আমরা শিক্ষার্থীদের কোনোভাবেই হলটি অবরোধ করতে দেব না।
এদিকে, বিশ্ববিদ্যালয় এলাকা ও রায়সাহেব মোড়ে বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন রয়েছে।