পুলিশের বিরুদ্ধে জঙ্গি সম্পৃক্ততা পেলে কঠোর ব্যবস্থা: প্রধানমন্ত্রী

0
121
Print Friendly, PDF & Email

পুলিশ বাহিনীকে সতর্ক করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জঙ্গি ও সন্ত্রাসীদের সঙ্গে এই বাহিনীর কেউ হাত মেলালে তার বিরুদ্ধেও সরকার কঠোর ব্যবস্থা নিবে।তিনি বৃহস্পতিবার সকালে রাজারবাগ পুলিশ লাইনে পুলিশ সপ্তাহ ২০১৪ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এ কথা বলেন।২০২১ সালের মধ্যে বাংলাদেশকে উন্নত রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে হলে দেশে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন প্রধানমন্ত্রী। আর এই কাজে পুলিশ বাহিনীকে মূল ভূমিকা রাখতে হবে বলেও মত দেনে তিনি।শেখ হাসিনা বলেন, ‘পুলিশকে আধুনিক ও জনবান্ধব করে গড়ে তুলতে বহুমুখী পদক্ষেপ হাতে নেয়া হয়েছে। ইতোমধ্যে পুলিশ বিভাগে ৬১৪টি ক্যাডার পদসহ ৩০,৮৩৩টি পদ করা হয়েছে।’পুলিশ বাহিনীকে সতর্ক করে তিনি বলেন, ‘দেশের মানুষ পুলিশকে ভরসার স্থল হিসেবে দেখতে চায়। জঙ্গি ও সন্ত্রাসীদের সঙ্গে তাদের কেউ হাত মেলালে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। সে যে পর্যায়ের ব্যক্তিই হোক, দোষীদের রেহাই দেওয়া হবে না।’অনুষ্ঠানে অসীম সাহসিকতা,বীরত্বপূর্ণ কাজ, দক্ষতা কর্তব্যনিষ্ঠা, সততা ও শৃঙ্খলামূলক আচরণ এবং প্রশংসনীয় অবদানের জন্য এ বছর ১০৫ জন পুলিশ সদস্যদের চার ধরনের পদক দেয়া হয়।এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজ হাতে পদকপ্রাপ্তদের পদক পরিয়ে দেন। এর মধ্যে বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম), রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম), বাংলাদেশ পুলিশ পদক সেবা (বিপিএম) ও রাষ্ট্রপতি পুলিশ পদক সেবা (পিপিএম) দেয়া হয়।

শেয়ার করুন