আরো দুটি আর্থিক প্রতিষ্ঠানের অনুমোদন দিলো বাংলাদেশ ব্যাংক। আজ বুধবার বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় আর্থিক প্রতিষ্ঠান দুটি নীতিগতভাবে অনুমোদন দেয়া হয়। সভায় সংশ্লিষ্ট আর্থিক প্রতিষ্ঠানদুটিকে আগ্রহপত্র দিতে বলা হয়েছে।
এর মধ্যে সিএপিএম ভেনচার ক্যাপিটাল অ্যান্ড ফাইন্যান্স লিমিটেডের প্রধান উদ্যোক্তা হিসাবে মাহমুদ হোসাইনের নাম রয়েছে এবং মেরিডিয়ান ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের মূল উদ্যোক্তা হিসাবে নাম রয়েছে কাজী আমিনুল ইসলামের।
আওয়ামী লীগ শাসনামলে টানা দ্বিতীয় মেয়াদে সরকার গঠনের দেড় মাসের মাথায় নতুন দুটি আর্থিক প্রতিষ্ঠানকে অনুমোদন দেয়ার সিদ্ধান্ত নিল বাংলাদেশ ব্যাংক।
ঊাংলাদেশ ব্যাংক সূত্রে একথা জানা গেছে। বর্তমানে দেশে ৩১টি আর্থিক প্রতিষ্ঠান সচল রয়েছে। আওয়ামী লীগের গত মেয়াদে মোট নয়টি ব্যাংক ও একটি আর্থিক প্রতিষ্ঠানের অনুমোদন দেওয়া হয়। রাজনৈতিক বিবেচনায় এসব অনুমোদন দেয়া হয় বলে অভিযোগ রয়েছে।