অপুর অবস্থান নড়বড়ে, ববি এখন সাকিবের রাজত্বে

0
111
Print Friendly, PDF & Email

নাম্বার ওয়ান নায়ক শাকিব খানের ক্যারিয়ারের রাজত্বে দীর্ঘদিন রানী হয়ে এককভাবে বসবাস করেছেন অপু বিশ্বাস। প্রায় ১০ বছর। এই সময়ে শাকিব খান অনেক নায়িকার সঙ্গে অভিনয় করলেও অপু বিশ্বাসই ছিলেন একমাত্র রানী। কিন্তু সেই রানীর অবস্থান এখন অনেকটাই নড়বড়ে। কারণ, শাকিব খানের সঙ্গে এখন দর্শকরা নতুন নায়িকা দেখতে চাইছেন। চাইছেন শাকিব নিজেও। ফলে শাকিব আর নির্মাতাদের পছন্দের কারণে অপুর জায়গায় চলে এসেছেন নতুন সেনসেশন ববি। শাকিব খান নিজের প্রযোজিত প্রথম ছবি ‘হিরো দ্য সুপারস্টার’-এ অপুর পাশাপাশি ববিকে নিয়ে ইঙ্গিত দিয়েছেন যে, এখন ববির সময়। শাকিব-ববি জুটির প্রথম ছবি ‘ফুল অ্যান্ড ফাইনাল’ কাঙ্ক্ষিত সাফল্য না পেলেও তাদের প্রথম বিজ্ঞাপনচিত্রটি বেশ সাড়া ফেলে। সৃষ্টি করে নতুন সম্ভাবনার। সেই সম্ভাবনাকে স্থায়ী রূপ দিতে শুক্রবার আসছে শাকিব-ববি জুটির দ্বিতীয় ছবি ‘রাজত্ব’। ইফতেখার চৌধুরী পরিচালিত এ ছবিটি নির্মাণ হয়েছে সাঈদুর রহমান মানিকের প্রযোজনা সংস্থা ফ্যাটম্যান ফিল্মসের ব্যানারে। টেকনিক্যাল এক্সপার্ট ডিরেক্টর ইফতেখার চৌধুরীর নির্মাণশৈলী এবং শাকিব-ববি জুটির কারণে ‘রাজত্ব’ মুক্তির আগেই ব্যবসায়িক মহলে ব্যাপক সাড়া ফেলেছে। ছবিটি নিয়ে ব্যবসায়ীদের অনেক আশা। বর্তমান দুঃসময়ে ছবিটি ব্যবসায় চাঙ্গাভাব এনে দিতে পারে বলে ব্যবসায়ীদের আশাবাদ। ‘রাজত্ব’ ছবির ওপর নির্ভর করছে ববির অনেক কিছু। শুধু শাকিবের রাজত্বেই নয়, চলচ্চিত্র শিল্পের নায়িকাদের রাজত্বেও রানী হওয়ার সুবর্ণ সুযোগ ববির সামনে। অনেক ছবি তার হাতে। কিন্তু শাকিব খানের সঙ্গে সাফল্য পাওয়ার বিষয়টি চলচ্চিত্র শিল্পে একেবারেই আলাদা। কারণ, এখনও শাকিব খান নাম্বার ওয়ান নায়ক। শুধুমাত্র তার ইচ্ছার কারণে অপু ও সাহারা দীর্ঘদিন টিকে ছিলেন। এখন ববির পালা। অপু বিশ্বাস ছাড়া শাকিব খান বর্তমানে যাদের সঙ্গে অভিনয় করছেন তাদের মধ্যে সবচেয়ে আলোচিত ববি। গ্ল্যামার, যোগ্যতা, সব মিলিয়ে তিনিই এখন এগিয়ে। এখন এই এগিয়ে থাকার সুযোগটা ববিকেই কাজে লাগাতে হবে। তিনি নিজেও এটা বিশ্বাস করেন। বললেন, জানি এখন আমার কি করা উচিত। আমি সেভাবেই কাজ করছি। ‘রাজত্ব’ ছবিতে তার প্রমাণও পাওয়া যাবে। আমার বিশ্বাস ‘রাজত্ব’ আমাকে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে দেবে। রানী হতে পারবো কিনা জানি না। তবে যে স্বপ্ন নিয়ে আমি সিনেমায় এসেছি, ‘রাজত্ব’ আমার সেই স্বপ্ন পূরণে সহায়তা করবে।

শেয়ার করুন