প্রধানমন্ত্রী বিদুøতের পাওয়ার পস্ন্যান করেন, জামায়াত-শিবির তা ধ্বংস করেঃ জুনাইদ

0
108
Print Friendly, PDF & Email

বিদুø উৎপাদন হয়েছে বলেই আজ আমরা খাদ্যে স্বয়ংসম্পন্ন। কানসাতে সেচের বিদুøতের জন্য ১৮ জন কৃষক মেরে ফেলা হয়েছে।

সেখানেই প্রধামন্ত্রী শেখ হাসিনা বিদুøতের পাওয়ার পস্ন্যান্ট করেছেন। সেই পাওয়ার পস্ন্যান হরতালের নামে জামায়াত-শিবির পুড়িয়ে ছা্‌ই করেছে। একটি রাজনীতি গঠনমূলক অপরটি ধ্বংসত্মক।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জানাইদ আহমেদ পলক বুধবার রাতে অঞ্জন রায় উপস্থাপনায় জিটিভি টেলিভিশনে ‘সংলাপ’ অনুষ্ঠানে এসব কথা বলেন।

তিনি বলেন, সরকার গত ৫ বছরে যে পরিমান জনশক্তি রপ্তানি করেছে, সেটি রেকর্ড।

জানাইদ আহমেদ পলক আরো বলেন, উত্তরবঙ্গে কার্তিক মাসে মঙ্গা হত। সেই সময়ে জনগণের কোনো কাজ থাকত না। তখন কাজের অভাবে মানুষ না খেয়ে মারা যেত। এক বেলা খেতে পারত না। সে সময় সরকার জনগণকে রাস্তôায় মাটি কাটার জন্য কাজ তৈরি করে দিয়েছে। মঙ্গাপীড়ত দরিদ্র্য জনগোষ্ঠি কোদাল কাধে নিয়ে কাজ শুরম্ন করে। একদিকে রাস্তôা তৈরি হয়েছে অন্যদিকে তারা টাকা ও খাদ্য পেয়েছে। এই সব ছোট ছোট পরিকল্পানার ফলে আজ উত্তরবঙ্গ মঙ্গা মুক্ত হয়েছে।

শেয়ার করুন