এবার জাতীয় সংগীতে হবে বিশ্বরেকর্ড

0
80
Print Friendly, PDF & Email

আসছে ২৬মার্চ জাতীয় চেতনায় উদ্বুদ্ধ হয়ে বাংলাদেশের ৪৩তম স্বাধীনতা দিবস উদযাপনের লক্ষ্যে প্রায় তিন লাখ মানুষের সম্ভাব্য অংশগ্রহনে গাওয়া হবে বাংলাদেশের জাতীয় সঙ্গীত। যা হবে বিশ্বের সর্বাধিক কন্ঠে গাওয়া জাতীয় সংগীত। মার্চ ২৬, ২০১৪ তারিখে অনুষ্ঠিতব্য “লাখো কণ্ঠে সোনার বাংলা” শীর্ষক এই আয়োজনটির ঘোষণা দিয়েছেন বাংলাদেশ সরকারের মাননীয় সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর, এমপি।

“লাখো কণ্ঠে সোনার বাংলা” আয়োজনটির প্রধান উদ্যোক্তা হিসেবে রয়েছে বাংলাদেশ সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় এবং সার্বিক সহযোগিতায় রয়েছে বাংলাদেশ সশস্ত্র বাহিনী। স্বাধীনতা দিবসে এই আয়োজনটি সফল করতে লাখো মানুষ জড়ো হবে জাতীয় কুচকাওয়াজ ময়দানে। প্রায় তিন লাখ মানুষের সম্ভাব্য অংশগ্রহনে এই দিন সৃষ্টি হবে নতুন এক আনুষ্ঠানিক বিশ্বরেকর্ড।

এই আয়োজন সম্পর্কে মাননীয় সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর, এমপি বলেন, “এই আয়োজনের আমাদের মূল লক্ষ্য হচ্ছে একত্রিত হয়ে মহান স্বাধীনতা দিবসকে নতুন আঙ্গিকে উদযাপন করা। জাতীয় চেতনার এক নব জাগরণে এক নতুন বিশ্ব রেকর্ড সৃষ্টি হবে বলে আমাদের বিশ্বাস।”

মার্চ ২৬, ২০১৪ তারিখে আয়োজিত এই উদ্যোগে জাতীয় সঙ্গীত পরিবশনে অংশগ্রহন করবে স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, সশস্ত্র বাহিনীর সদস্য সহ সমাজের সর্বস্তরের প্রতিনিধিরা।

শেয়ার করুন