জনপ্রিয় অভিনেতা মাহফুজ আহমেদ এবং ‘মনপুরা’খ্যাত নায়িকা মিলি কিংবদন্তি লেখক হুমায়ুন আহমেদের লেখা গল্পে অভিনয় করার জন্য চুক্তিবদ্ধ হয়েছেন। ‘একজন মায়াবতী’ উপন্যাস অবলম্বনে ৫২ পর্বের এই ধারাবাহিক নাটকটি পরিচালনা করবেন প্রয়াত লেখকের দীর্ঘদিনের বন্ধু এবং অন্যপ্রকাশ প্রকাশনী লিমিটেডের প্রকাশক মাজহারুল ইসলাম।
জানতে চাইলে মাজহারুল ইসলাম বলেন, হুমায়ুন আহমেদ আজ বেঁচে থাকলে নাটকের স্ক্রিপ্টটি অরুণ চৌধুরীকে লিখতে বলতেন। তিনি আরো জানান, ধারাবাহিকটি চ্যানেল আইতে প্রচার করা হবে।
নাটকে মাহফুজ আহমেদকে মনজুর এবং মিলিকে ঝর্ণা চরিত্রে অভিনয় করতে দেখা যাবে।