লালমনিরহাট পাটগ্রাম উপজেলার জোংড়া সীমান্ত থেকে এক বাংলাদেশি গরু ব্যবসায়ীকে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। এ ঘটনায় ওই সীমান্তে বিজিবি-বিএসএফ পতাকা বৈঠকের আহ্বান করা হলেও বিএসএফ কোনো সাড়া দেয়নি।
আটক বাংলাদেশির পরিবার জানান, বুধবার ভোরে উপজেলার জোংড়া ইউনিয়নের ককোয়াবাড়ি সীমান্তে ভারতীয় গরু ব্যবসায়ীদের দেয়া গরু পারপার করার সময় ভারতীয় গরু ব্যবসায়ী ও পারপারকারীরা পালিয়ে গেলেও বাংলাদেশি উজির আলীর ছেলে আমিনুর রহমানকে (৪০) বিএসএফ আটক করে ভারতের অভ্যন্তরে নিয়ে যায়। তার বাড়ি ওই উপজেলার ককোয়াবাড়ি গ্রামে।
বিজিবি জানান, সীমান্তের ৮৬৮ নম্বর মেইন পিলারের ৩ নম্বর সাব পিলারের সীমান্ত পয়েন্ট হতে ভারতীয় পশ্চিমবঙ্গ রাজ্যের সাতগাছিয়া ক্যাম্পের টহলদলের সদস্যরা উজির আলীর ছেলে আমিনুর রহমানকে (৪০) আটক করে ভারতের অভ্যন্তরে নিয়ে যায়।
বিজিবি’র পাটগ্রামের কোম্পানি কমান্ডার জোনাব আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
বিজিবি-১৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল শফিউল আলম খাঁন বাংলাদেশিকে আটকের কথা স্বীকার করে জানান, এ ব্যাপারে বিএসএফকে পতাকা বৈঠকের জন্য আহ্বান জানানো হয়েছে। তারা