দলীয় অভ্যন্তরীণ কোন্দলের কারণেই চলতি উপজেলা পরিষদ নির্বাচনে দলীয় প্রার্থীদের ভরাডুবি হয়েছে বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী ও আওয়ামী লীগের উপদেষ্টামন্ডলীর সদস্য আবুল মাল আব্দুল মুহিত।
বুধবার সিলেট নগরীর কবি নজরুল মিলনায়তনে বেসরকারি উন্নয়ন সংস্থা ‘সীমান্তিকের’ উদ্যোগে প্রদত্ত সংবর্ধনা অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি।
সীমান্তিকের প্রতিষ্ঠাতা ড. আহমদ আল কবিরের সভাপতিত্বে এসময় বক্তব্য দেন, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডা. মো. শহিদউল্লাহ তালুকদার, আমেরিকার কিন্স বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আব্দুল্লাহ এইচ বাকী, সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, সিলেট বিভাগীয় মাধ্যমিক ও উচ্চ মাধ্যামিক শিক্ষা বোর্ডের উপ-পরিচালক জাহাঙ্গীর কবির ও বিভাগীয় স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার ইমাদাদুল হক।