সরকারের পতন ছাড়া বিদ্যুতের দাম বাড়বেই: নজরুল ইসলাম

0
91
Print Friendly, PDF & Email

এই সরকার ক্ষমতায় থাকলে বিদ্যুতের দাম কমবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। সরকারের পতন ছাড়া বিদ্যুতের দাম বেড়েই চলবে।

বুধবার দুপুরে রাজধানীর শাহজাহানপুরে মাহবুব আলী মিলনায়তনে জাতীয়তাবাদী শ্রমিক দলের কেন্দ্রীয় কমিটির সভায় তিনি এসব কথা বলেন।

শ্রমিক দলের সভাপতি ও বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বিদ্যুতের দাম বৃদ্ধির কঠোর সমালোচনা করে বলেন- আমরা মনে করি, বিদ্যুতের মূল্য বৃদ্ধি পেলে পরিবহন ও পণ্যের মূল্য বৃদ্ধি পাবে। জনগণের ভোগান্তি বাড়বে। এতে ক্ষতিগ্রস্থ হবে জনগণ।

নজরুল ইসলাম খান বলেন, সরকার বলে বেড়ায় তারা নাকি জনপ্রিয়। উপজেলা নির্বাচনের ফলাফল দেখলে বুঝা যায়, তাদের সেই জনপ্রিয়তার বেলুন ফুটো হয়ে গেছে। এখন আওয়ামী লীগ জামায়াতের প্রার্থীদের কাছেও হারছে।

সভায় বক্তব্য রাখেন- বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, শ্রমিক দলের নির্বাহী সভাপতি আবুল কাশেম চৌধুরী, সাধারণ সম্পাদক জাফরুল হাসান, সিনিয়র সহসভাপতি মজিবর রহমান সারোয়ার, সহ-সভাপতি নাজিম উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, নুরুল ইসলাম খান নাসিম প্রমুখ।

শেয়ার করুন