এরশাদের ঘনিষ্ঠরাই হচ্ছেন সংরক্ষিত নারী সাংসদ

0
116
Print Friendly, PDF & Email

জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান এইচ এম এরশাদের ‘ঘনিষ্ঠ’ নারীরাই হচ্ছেন দশম জাতীয় সংসদের সংরক্ষিত আসনে দলটির সংসদ সদস্য। জাপার শীর্ষ পর্যায়ের অনেকের অভিযোগ, দলে নিষ্ক্রিয়, বিতর্কিত আর দলীয় কর্মকাণ্ডে কোনো প্রকার অবদান নেই, এমন নেত্রীদেরকে মনোনয়ন দেয়া হয়েছে। এরশাদের সঙ্গে ‘ব্যক্তিগত’ সম্পর্কের জোরেই তারা এবার মনোনয়ন পাচ্ছেন।

জাপার সূত্র প্রিয় দেশ ডটনেটকে জানায়, সংসদের সংরক্ষিত আসনের ছয়টি পদে মনোনয়ন চূড়ান্ত করেছে দলটি। চূড়ান্ত হলেন- এরশাদের ছোটবোন মেরিনা রহমান, মহিলা পার্টির কেন্দ্রিয় সভানেত্রী নূরি হাসনা লিলি চৌধুরি, এরশাদের উপদেষ্টা রওশন আরা মান্নান, দলের ভাইস চেয়ারম্যান মাহজাবিন মোরশেদ, কক্সবাজার মহিলা পার্টির সভানেত্রী খুরশিদ আরা হক ও রংপুরের সভানেত্রী সাহানা বেগম।

তথ্যমতে, এই ছয় নেত্রী আজকালের মধ্যে প্রার্থিতার ফরম পূরণ করবেন। এরপর নির্বাচন কমিশনের কাছে তাদের নামের তালিকা পাঠানো হবে। আগামী রোববারের মধ্যে চূড়ান্ত হওয়া এসব নারী সংসদ সদস্যের তালিকা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করতে পারে জাপা।

জানা গেছে, এরশাদের সঙ্গে সম্পর্ক ‘ভালো’ না থাকায় শেষ পর্যন্ত এবার মনোনয়ন থেকে ছিটকে পড়লেন তার পালিত মেয়েখ্যাত মৌসুমী হোসেন অনন্যা, জিএম কাদেরের স্ত্রী শেরিফা কাদের, ব্যারিস্টার দিলারা খন্দকার, সুনীল শুভরায়ের স্ত্রী আর অ্যাডভোকেট রেজাউল ইসলামের স্ত্রী। তারা নারী সংসদ সদস্য হওয়ার জন্য ব্যাপক দৌড়ঝাঁপ করেছিলেন।

জাপার আরেকটি সূত্র প্রিয় দেশ ডটনেটকে জানায়, গত কয়েক মাস ধরে এরশাদ ‘ঘনিষ্ঠ’ মনে না করায় এবার মনোনয়ন থেকে বাদ পড়লেন দলের প্রেসিডিয়াম সদস্য, মহিলা পার্টির সাবেক সভানেত্রী মাসুদা রশিদ চৌধুরি, মহিলা পার্টির সাধারণ সম্পাদক নাজমা বেগম, অ্যাডভোকেট লাকি বেগমসহ আরো কয়েক ত্যাগী নেত্রী। এ নিয়ে দলের অনেক নেতাকর্মী এরশাদের ওপর কিছুটা ক্ষুব্ধ।

উল্লেখ্য, দশম জাতীয় সংসদের প্রতিনিধিত্বের আনুপাতিক হার অনুযায়ী ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতৃত্বাধীন জোট সংরক্ষিত ৫০টি নারী আসনের মধ্যে ৪১টি, বিরোধী দল জাতীয় পার্টি ছয়টি আর স্বতন্ত্র প্রার্থীদের জোট পাবে তিনটি আসন।

শেয়ার করুন