অবৈধ সম্পদ অর্জন ও হলফনামায় প্রদত্ত সম্পদের অস্বাভাবিক বৃদ্ধির বিষয়ে জানতে ঢাকা-১৪ আসনের সরকার দলীয় সংসদ সদস্য আসলামুল হককে জিজ্ঞাসাবাদ করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
জিজ্ঞাসাবাদ শেষ সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, হলফনামায় উল্লেখিত সম্পত্তি আমার নয় এবং এসব সম্পত্তি আমার নিজের নামেও নয়।
এসব সম্পত্তি হচ্ছে পাওয়ার অব এটর্নি সুবাদে প্রাপ্ত।
তিনি বলেন, হলফনামায় উল্লেখিত যে ১৪১ একর সম্পত্তির কথা বলা হয়েছে তাও সঠিক নয়, প্রকৃত হিসাব হচ্ছে ১ একর ৪১ শতাংশ।
এ ব্যাপারে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এ হিসাব আমার আয়কর উপদেষ্টা ভুল করেছে।
সাংবাদিকরা এ ব্যাপারে আরো প্রশ্ন করলে তিনি যেসব উত্তর দেন তা বোধগম্য ছিল না।
উল্লেখ্য, আসলামুল হক বুধবার সকাল ১০টার কয়েক মিনিট আগে রাজধানীর সেগুনবাগিচায় দুদক কার্যালয়ে আসেন। ১০টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত প্রায় আড়াই ঘণ্টা দুদকের উপ-পরিচালক ও অনুসন্ধানকারী কর্মকর্তা শেখ মেজবাহ উদ্দিন তাকে জিজ্ঞাসাবাদ করেন।