বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বৃহস্পতিবার সাবেক রাষ্ট্রপতি ও বিকল্পধারা বাংলাদেশ’র প্রেসিডেন্ট অধ্যাপক ড. একিউএম বদরুদ্দোজা চৌধুরীর সঙ্গে বৈঠকে বসছেন।
গুলশানে বিএনপি নেত্রীর রাজনৈতিক কার্যলয়ে এ বৈঠক হওয়ার কথা রয়েছে। দলটির দায়িত্বশীল একটি সূত্র বৈঠকের খবর নিশ্চিত করেছে।
রাষ্ট্রপতি পদ হারানোর পর এটাই প্রথম বি চৌধুরী ও খালেদার একান্ত বৈঠক। বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, আগামী জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গ ও আন্দালনের বিভিন্ন দিক নিয়ে বৈঠকে আলোচনা হবে বলে জানা যায়।
বৈঠকের কথা স্বীকার করে বি চৌধুরীর প্রেস সচিব জাহাঙ্গীর আলম জানান, বৈঠক হওয়ার কথা শুনেছেন, তবে বৈঠক কখন হবে তা তিনি জানেন না।
এর আগে ১৮ ফেরুয়ারি অসুস্থাবস্থায় অধ্যাপক ড. একিউএম বদরুদ্দোজা চৌধুরীকে তার ঢাকাস্থ বারিধারার ডিপ্লোম্যাটিক জোনের ১২ নম্বর রোডের ১৯ নম্বর বাসায় দেখতে যান খালেদা জিয়া। তিনি বেশ কিছুক্ষণ সময় সেখানে অবস্থান করেন। এ সময় সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া তার চিকিৎসার খোঁজ-খবর নেন।
এর আগে গত রমজানে খালেদা জিয়ার সঙ্গে বদরুদ্দোজা চৌধুরীর শেষ দেখা হয় বিকল্পধারা’র ইফতার পার্টিতে।
উল্লেখ্য, বি. চৌধুরী বিএনপির প্রতিষ্ঠাকালীন মহাসচিব ছিলেন।