বিএনপি নেতা গয়েশ্বর চন্দ্র রায়কে উদ্দেশ করে আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, ‘আপনাদের মতো কুলাঙ্গারদের কারণে ৭৫ সালে জাতির পিতাকে প্রাণ দিতে হয়েছে। ৭৫ একবারই আসে বার বার আসে না। তাই জুজুর ভয় দেখিয়ে লাভ নেই।’
গতকাল শেখ হাসিনার উদ্দেশে বিএনপি নেতা গয়েশ্বরের করা ‘পিতার পরিণতি আপনার (শেখ হাসিনা) হোক এটা আমরা চায় না’ এমন বক্তব্যের প্রেক্ষিতে মঙ্গলবার সকালে ঢাকা রির্পোটাস ইউনিটিতে বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
হানিফ বলেন, ‘আপনাদের (বিএনপি) বলবো এসব সন্ত্রাসী কথা-বার্তা বলবেন না। এসব সন্ত্রাসী কথা-বার্তা এবং কর্মকাণ্ডের জন্য অতীতে শাস্তি পেয়েছেন। ভবিষ্যতে এসব কর্মকাণ্ড করলে শাস্তি পাবেন। সন্ত্রাস কীভাবে নির্মূল করতে হয় আয়ামী লীগ জানে। বাংলাদেশের মানুষ শান্তি চায়। উস্কানিমূলক কথা বলে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করবেন না।’
যারা আরেকবার ৭৫ করার ষড়যন্ত্র করছে তাদের আইনের আওতায় এনে বিচার করার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান তিনি।
বিএনপির রাজনীতির সমালোচনা করে এ আওয়ামী লীগ নেতা বলেন, ‘বিএনপি বিদেশি রাষ্ট্রদূতের স্বরনাপন্ন হয়েছেন। তাদের জনপ্রিয়তার সার্টিফিকেট নিয়ে আন্দোলন করছেন।’
বিএনপির আমলে দায়িত্ব পালন করা মার্কিন রাষ্ট্রদূত জেমস এফ মারিয়ার্টির এক প্রতিবেদনের উদ্ধৃতি দিয়ে তিনি বলেনে, ‘বাংলাদেশের বড় কোনো টেন্ডার হাওয়া ভবনে চাঁদা না দিয়ে পায়নি। হাওয়া ভবনের অনুমতি ছাড়া কোনো টেন্ডার হয়নি। ২১ আগষ্ট গ্রেনেড হামলাসহ দেশের বড় ধরনের হামলা সেখান থেকে হয়েছে। বাংলা ভাই, শায়েখ আবদুর রহমানসহ কুখ্যাত জঙ্গিদের উত্থান হয়েছে সেসময়।’
তিনি আরো বলেন, ‘এরপরও যদি আজকে বিএনপি নেতারা বলেন, জঙ্গিবাদের উত্থান আওয়ামী লীগ করেছে। এর চেয়ে বড় মিথ্যা হতে পারে না।’ এই নির্লজ্জ মিথ্যাচার থেকে তাদের বেরিয়ে আসার আহ্বান জানান তিনি।
বিএনপি নেতাদের ন্যূনতম রাজনৈতিক মান বজায় রাখার আহ্বান জানিয়ে হানিফ বলেন, ‘বাংলাদেশের মানুষ জানে কারা জঙ্গিবাদের উত্থান করেছে। আপনারা এই নির্লজ্জ মিথ্যাচার বন্ধ করুন।’
তিনি বলেন, ‘শীর্ষ জঙ্গি আল আয়মান জাওয়াহারি বিএনপির আমলে তিন তিন বার বাংলাদেশে এসে ঘুরে গেছেন। মুফতি ইজহারের সঙ্গে বৈঠকও করেছেন। আর ইজহার আফগানিস্তান ঘুরে এসে একটি বই লিখেছেন, ‘ঘুর আসলাম স্বপ্নের আফগান।’
গ্রন্থের লেখক মোফাজ্জেল হকের সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন- রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর ড. এম আব্দুস সোবহান, কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজগর আলী, অন্বেষা প্রকাশনার প্রকাশক শাহাদাত হোসেন প্রমুখ।