দেশ পরিচালনায় বিএনপি নেত্রীর সহযোগিতা চাইলেন নাসিম

0
222
Print Friendly, PDF & Email

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম আজ মঙ্গলবার দেশ পরিচালনায় বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়ার সহযোগিতা চেয়ে বলেছেন, গত সাধারণ নির্বাচনে অংশগ্রহণ না করে আপনি দলের নেতাদের ঠকিয়েছেন।

ফলে দেশ পরিচালনায় আপনার উচিত আমাদের সহযোগিতা করা। আর যদি অরাজগতা সৃষ্টি করেন তাহলে তাতে কোনো লাভ হবে না। আপনারা আন্দোলন করে কিছু করতে পারবেন না। স্বাস্থ্যমন্ত্রী নাসিম বলেন, আমি বলবো আপনি আপনার ভুল বুঝতে পেরেছেন। আর বুঝতে পেরেছেন বলেই উপজেলা নির্বাচনে অংশগ্রহণ করেছেন।নির্বাচন অবাধ ও সুষ্ঠু হচ্ছে।এবং আপনার দলের লোকেরা বিজয়ী হচ্ছে।

আজ মঙ্গলবার রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে ঢাকা মহানগর আওয়ামী লীগের বর্ধিতসভা নাসিম একথা বলেন। এসময় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রানমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়াসহ মাহানগর কমিটির নেতারা অংশ নেন।

এদিকে আগামীকাল ৫ মার্চ রাত ৮টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে বাংলাদেশ আওয়ামী লীগের সংসদীয় বোর্ডের সভা অনুষ্ঠিত হবে।

সভায় সভাপতিত্ব করবেন বাংলাদেশ আওয়ামী লীগ ও সংসদীয় বোর্ডের সভাপতি শেখ হাসিনা।

৫ মার্চ বিকাল ৪টায় আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমন্ডিস্থ রাজনৈতিক কার্যালয়ে বাংলাদেশ আওয়ামী লীগের সাথে ঢাকা মহানগর আওয়ামী লীগ, ঢাকা মহানগরের অন্তর্গত দলীয় সংসদ সদস্যগণ এবং সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকদের বৈঠক অনুষ্ঠিত হবে।

শেয়ার করুন