বিশিষ্ট বুদ্ধিজীবী ও রাজনীতি বিশ্লেষক অধ্যাপক ড: পিয়াস করিম বলেছেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম কীভাবে উপজেলা নির্বাচনের হলফনামা সংশোধন করবেন? এটি সংশোধন করতে হলে তাকে নিয়োমিত অফিসে যাওয়ার প্রক্রিয়া তৈরি করতে হবে। তিনি ৫ জানুয়ারির নির্বাচনের পর ১ দিন অফিসে গিয়েছেন। এবং গত ৫ বছরে ২০ থেকে ২৫ দিন অফিসে গিয়েছেন। যে মন্ত্রী অফিসে যান না, প্রশাসনের কোনো কাজে অংশগ্রহণ করেন না তিনি হলফনামার আইন পরিবর্তন করবেন কীভাবে?
রাহুল রাহা’র উপস্থাপনায় বৈশাখী টেলিভিশনে ‘জিরো আওয়াম’ অনুষ্ঠানে পিয়াস করিম এসব কথা বলেন। অনুষ্ঠানে আলোচক হিসেবে আরো উপস্থিত ছিলেন সুপ্রিম কোর্ট বারের সাবেক সম্পাদক শ ম রেজাউল করিম।