একদিনে ৩ ক্রসফায়ার ‘আমার সামনেই র্যা ব ওয়াসিমকে গুলি করে’

0
82
Print Friendly, PDF & Email

রাজধানী ও সাভারে কথিত বন্দুকযুদ্ধের ঘটনায় তিন জনের মৃত্যু হয়েছে। রাজধানীর কদমতলী এলাকায় দিনদুপুরে ‘বন্দুকযুদ্ধে’ মারা যান দুই ব্যক্তি। র‌্যাব দাবি করেছে নিহতরা অপহরণকারী এবং বন্দুকযুদ্ধে তাদের মৃত্যু হয়। কিন্তু পরিবারের সদস্যরা জানিয়েছে, র‌্যাব তাদের গুলি করে হত্যা করেছে। গতকাল দুপুর সোয়া ১২টার দিকে কদমতলী আলমবাগ মদিনা মসজিদ এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মোহাম্মদ ওয়াসিম ও সংগ্রাম চৌধুরী পোস্তগোলা সেতুতে টোল আদায় করতেন। ওয়াসিম ওই সেতুর টোল আদায়ের ঠিকাদার এবং সংগ্রাম তার সহকারী বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে। র‌্যাব ১০-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খন্দকার গোলাম সারোয়ার জানান, গোপন সংবাদে সোমবার দুপুরে অপহৃত কয়েকজন ব্যক্তিকে উদ্ধারে কদমতলীর একটি বাসায় অভিযান চালানো হয়। অপহরণকারীরা এক পর্যায়ে র‌্যাব সদস্যদের লক্ষ্য করে গুলি ছোড়ে। আত্মরক্ষায় র‌্যাবও পাল্টা গুলি চালায়। গোলাগুলিতে অপহরণকারী দলের দু’জন ও র‌্যাবের তিনজন সদস্য আহত হন। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাস্থল থেকে রানা, জাহাঙ্গীর, আখতার ও জনি নামে অপহৃত চার ব্যক্তি ও দু’টি পিস্তল উদ্ধার করা হয়েছে। তবে অপহরণের বিষয়ে বিস্তারিত কিছু জানাতে পারেনি র‌্যাব।
এদিকে গতকাল ঘটনার পর মদিনা মসজিদ এলাকার নিহত ওয়াসিমের বাসায় গিয়ে দেখা যায় সাততলা ওই বাসার আসবাবপত্র এলোমেলো। মালামাল ভাঙচুর করা। বাসার নিচে সিঁড়ির কাছে জমাট বাঁধা রক্ত। নিহতের স্ত্রী সোনিয়া আক্তার জানান, দুপুর সোয়া ১২টার দিকে ওয়াসিম বাসার সপ্তম তলার চিলেকোঠার অফিসে অবস্থান করছিলেন। তখন সাদা পোশাকের র‌্যাব সদস্যরা বাসা ঘিরে ফেলে। তারা বাসায় প্রবেশের চেষ্টা করলে ষষ্ঠ তলার একটি বাথরুমে আশ্রয় নেন ওয়াসিম। এক পর্যায়ে বাসায় প্রবেশ করে র‌্যাব সদস্যরা তল্লাশি চালায় এবং আসবাবপত্র ভাঙচুর করে। তল্লাশির এক পর্যায়ে বাথরুম থেকে ওয়াসিমকে বের করে আনে র‌্যাব সদস্যরা। এরপর সিঁড়ির কাছে নিয়ে তারা পরপর তিনটি গুলি করে। গুলি করার আগে আমি একজন র‌্যাব সদস্যের পা জড়িয়ে ধরে বলেছি, আমাদের যা আছে নিয়ে যান। তবুও আমার স্বামীকে মারবেন না। আমি তার প্রাণভিক্ষা চাইছি। সাত মাসের অন্তঃসত্ত্বা সোনিয়া বলেন, আমি বলেছি আমার স্বামী অপরাধী হলে তাকে আইনের হাতে তুলে দিন। যা শাস্তি হয় মেনে নেবো। আমার অনাগত সন্তানের দিকে চেয়ে আপনারা তাকে মারবেন না। কিন্তু তারা আমার কান্না শোনেনি। তিনি বলেন, এসময় আমাকে লাথি ও চড় মারে র‌্যাব সদস্যরা। চোখের সামনে তাকে গুলি করে রক্তাক্ত অবস্থায় তুলে নিচে নিয়ে যায়। তিনি দাবি করেন নিহত ওয়াসিমের বিরুদ্ধে কোন মামলা নেই। কোন ধরনের অপরাধের সঙ্গেও তিনি জড়িত ছিলেন না।
এদিকে প্রত্যক্ষদর্শীরা জানান, সংগ্রাম চৌধুরী ওই বাসায় র‌্যাবের অভিযান চালানোর সময় সপ্তম তলা থেকে একটি পাইপ বেয়ে নিচে নামার সময় র‌্যাব সদস্যরা তাকে ধরে ফেলেন। এর কিছুক্ষণ পর পার্শ্ববর্তী একটি স্থানে নিয়ে তাকেও গুলি করা হয়। পরে দু’জনকে রক্তাক্ত অবস্থায় মিটফোর্ড হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। চিকিৎসকরা জানিয়েছেন হাসপাতালে নেয়ার আগেই তাদের মৃত্যু হয়। নিহত ওয়াসিমের শাশুড়ি শিরিন বেগম জানান, তার ছোট মেয়ের জামাই একজন ব্যবসায়ী ছিলেন। স্থানীয় কোন রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিল না। পোস্তগোলা ব্রিজের টোল ইজারা আদায় করতেন। এদিকে র‌্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, কদমতলী থানাধীন ১৩১ নম্বর নতুন জুরাইন, আলমবাগ, মদিনা মসজিদ রোডে সন্ত্রাসীরা কিছু লোককে অপহরণ করে মুক্তিপণ আদায়ের জন্য একটি বাসায় শারীরিক নির্যাতন করছে- এই তথ্যের ভিত্তিতে র‌্যাব ১০-এর একটি দল তাৎক্ষণিক অভিযান চালায়। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা ভবনের সিঁড়ি এবং পাইপ বেয়ে পালিয়ে যেতে থাকে। এসময় সন্ত্রাসীরা র‌্যাবের মুখোমুখি হলে গুলি করতে করতে পালানোর চেষ্টা করে। এ পরিস্থিতিতে সরকারি সম্পদ ও জানমালের নিরাপত্তার জন্য র‌্যাবও পাল্টা গুলি চালালে মো. ওয়াসিম ও সংগ্রাম নামের দু’জন সন্ত্রাসী আহত হয়। আহত অবস্থায় তাদের ঢাকা মিটফোর্ড হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। এ ঘটনায় র‌্যাবের তিন জন সদস্য আহত হন। ঘটনাস্থল থেকে দু’টি বিদেশী পিস্তল, দু’টি ম্যাগাজিন, ৯ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। বাসার ৭ম তলার চিলেকোঠা থেকে নির্যাতনের জন্য ব্যবহৃত বিভিন্ন সরঞ্জামসহ অপহৃত আক্তার (৪২), রানা (১৮), জনি (২৪) ও জাহাঙ্গীর (২৮)-কে আহত অবস্থায় উদ্ধার করা হয়। অনুসন্ধানে জানা যায়, এই সন্ত্রাসী দলের বিভিন্ন সদস্যদের নামে ঢাকার বিভিন্ন থানায় হত্যা, সিএনজি গাড়ি চুরি, চাঁদাবাজি, মাদক, জুয়া, অস্ত্র ও বিস্ফোরকসহ একাধিক মামলা রয়েছে।

শেয়ার করুন