স্থগিত হয়ে যাওয়া দুটি কেন্দ্রের ভোটগ্রহণ সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পারেনি নির্বাচন কমিশন। ভোট প্রদানে বাধা এবং জালভোটের অভিযোগ করেছেন খোদ ভোটররাই। আর বেলা ২টার মধ্যে নির্বাচন বর্জনের ঘোষণা বিএনপি সমর্থিত প্রার্থী।
সোমবার সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার স্থগিত হওয়া দুটি কেন্দ্রের ভোটগ্রহণের এসব কাণ্ড ঘটে।
স্থগিতকৃত দুটি কেন্দ্রের ভোটগ্রহণ শেষে ১২১টি কেন্দ্রের ফলাফলে আওয়ামী লীগ সমর্থিত মারুফ বিন হাবীবকে বিজয়ী ঘোষণা করা হয়।
হাবীব ঘোড়া প্রতীকে ৮৯৯৮২ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি সমর্থিত প্রার্থী অ্যাডভোকেট শামসুল হক মোটরসাইকেল প্রতীকে পেয়েছেন ৮৩৪৮১ ভোট।
এদিকে, ভোটারদের কেন্দ্রে যেতে বাধা এবং প্রশাসনের অসহযোগিতার অভিযোগ এনে নির্বাচন বর্জনের ঘোষণা দেন বিএনপি সমর্থিত প্রার্থী অ্যাডভোকেট শামসুল হক। দুপুর পৌনে ২টার দিকে উল্লাপাড়ার আকবর আলী কলেজ কেন্দ্রে উপস্থিত সাংবাদিকদের সামনে তিনি এ ঘোষণা দেন।