শাহরুখের নামে প্রতারণা

0
115
Print Friendly, PDF & Email

অভিযোগকারীদের বর্ণনা অনুযায়ী, কিছুদিন আগে তাদের প্রত্যেকের কাছেই একটি টেক্সট মেসেজ আসে; যাতে লেখা ছিল পশ্চিম আন্ধেরির এমএইচএডিএ কলোনিতে রেড চিলিজ এন্টারটেইনমেন্ট তাদের পরবর্তী সিনেমার জন্য অডিশনের আয়োজন করেছে। মেসেজটি পাওয়ার পর অসংখ্য মানুষ অডিশন দিতে নির্ধারিত দিনে ওই জায়গায় হাজির হয়। তখন তাদের বলা হয়, অডিশনে অংশ নিতে তিন হাজার রুপি জমা দিতে হবে।

অভিযোগকারীদের একজন, রাহুল এনডিটিভিকে বলেন, “আমরা আমাদের মোবাইলে শাহরুখ খানের প্রতিষ্ঠানের অডিশনে অংশ নেওয়ার মেসেজ পাই। ওখানে পৌঁছানোর পর আমাদের বলা হয়, অংশ নেওয়ার জন্য তিন হাজার রুপি করে জমা দিতে হবে।”

আরেকজন অভিযোগকারী এ ব্যাপারে বলেন, “ওখানে অন্তত ১০০ জন লাইনে দাঁড়িয়ে তিনহাজার রুপি করে জমা দেয়। তাদের মধ্য থেকে মেয়েদের ভেতরে ডেকে নেওয়া হয়। বাকিদের বলা হয় অপেক্ষা করতে। আমরা যখন বুঝতে পারলাম যে ঠগের পাল্লায় পড়েছি, তখন ওই প্রতারকদের তিনজনকে ধরে পুলিশের হাতে তুলে দিলাম। তবে পুলিশ তাদের ছেড়ে দিয়েছে।”

প্রতারণার বিষয় প্রথম ধরতে পারেন অংশগ্রহণকারীদের একজন যিনি বর্তমানে একটি টিভি চ্যানেলে কাজ করছেন। বিষয়টি নিয়ে সন্দেহ হলে তিনি সরাসরি রেড চিলিজের অফিসে যোগাযোগ করেন। সেখান থেকে তিনি জানতে পারেন এরকম কোনো অডিশন ওই প্রতিষ্ঠানের পক্ষ থেকে নেওয়া হচ্ছে না। তখন তিনি অন্যদের সাবধান করে দেন। বিষয়টি জানার পর অংশগ্রহণকারীরা ক্ষেপে উঠলে বিশৃঙ্খলার সুযোগে পালিয়ে যেতে সক্ষম হন প্রতারকদের কয়েকজন। পরে তাদের মধ্য থেকে তিনজনকে ধরে পুলিশে সোপর্দ করে তারা।

২৭ ফেব্রুয়ারি এ ব্যাপারে একটি মামলা দায়ের করা হয়েছে ভারসোভা থানায়।

রেড চিলিজের তরফ থেকে এ বিষয়ে একটি আনুষ্ঠানিক বিবৃতিতে বলা হয়, “সম্প্রতি রেড চিলিজের নাম অত্যন্ত বাজেভাবে ভাঙিয়ে প্রতারণার বিষয়টি আমাদের নজরে এসেছে। আমরা আনন্দিত যে, এরই মধ্যে এ নিয়ে পুলিশি তদন্ত চলছে। আমরা অপেক্ষা করছি তদন্তের ফলাফলের জন্য, যাতে করে নিজেদের নিরাপত্তা আমরা আরও ভালোভাবে বিধান করতে পারি।”

২০০২ সালে নিজেদের আগের প্রযোজনা সংস্থা ‘ড্রিমজ আনলিমিটেড’-এর বিলুপ্তি ঘোষণা করে রেড চিলিজ এন্টারটেইনমেন্ট প্রতিষ্ঠা করেন শাহরুখ এবং গৌরি।

২০০০ সালের পর শাহরুখ অভিনীত অধিকাংশ সিনেমা প্রযোজনা করেছে সংস্থাটি। ওই বছরের সিনেমা ‘ফির ভি দিল হ্যায় হিন্দুস্তানি’ দিয়ে শুরু করে এই প্রতিষ্ঠানের ব্যানারে তৈরি হয়েছে ‘চলতে চলতে’ (২০০৩), ‘ম্যায় হু না’ (২০০৪), ‘পাহেলি’ (২০০৫), ‘ওম শান্তি ওম’ (২০০৭), ‘রা.ওয়ান’ (২০১১)-এর মতো জনপ্রিয় ও আলোচিত সিনেমা। রোহিত শেঠি পরিচালিত এবং শাহরুখ ও দীপিকা পাড়ুকোন অভিনীত ২০১৩ সালের তিনশ’ কোটির উপরে আয় করা ‘চেন্নাই এক্সপ্রেস’ ছিল সংস্থাটির প্রযোজিত সর্বশেষ সিনেমা।

ফারাহ খান পরিচালিত শাহরুখ এবং দীপিকা অভিনীত পরবর্তী সিনেমা ‘হ্যাপি নিউ ইয়ার’-এর প্রযোজনা সংস্থাও রেড চিলিজ এন্টারটেইনমেন্ট। সিনেমাটি মুক্তি পাবে চলতি বছরে।

শেয়ার করুন