দিগন্ত টেলিভিশন ছিল আমাদের একটি পরিবার…….আমরা যারা শুরু থেকেই এই প্রতিষ্ঠানে কাজ করেছিলাম তাদের অনেকের কাছে এমনটাই মনে হতো। রাত ছিল না দিন ছিল না……চ্যানেলটিকে দাঁড় করানোর জন্য কাজ করতাম। বিশেষ করে সংবাদের সঙ্গে সম্পর্কযুক্ত কর্মীদের মাঝে আন্তঃসম্পর্ক এতটাই গাঢ় ছিল যে, তা কোনদিন ভুলতে পারি নি। সময়ের পরিক্রমায় দুই বছরের মাথায় এই পরিবার ছেড়ে চ্যানেল ওয়ানে নিউজ এডিটর হিসেবে কাজ শুরু করেছিলাম। আমার সঙ্গে আরো কয়েকজন ছিল। কিন্তু সত্যি কথা বলতে কি, দিগন্ত টেলিভিশনকে কখনো ভুলতে পারি নি। দিগন্তের সংবাদকর্মীসহ বেশ কিছু সিনিয়র কর্মকর্তার সঙ্গে প্রায় নিয়মিতই কথা হতো… নিতান্তই ভালোলাগা থেকে। দিগন্তের প্রতি সবসময় একটা আলাদা ভালোবাসা ছিল। প্রতিষ্ঠার শুরু থেকে ছিলাম সেই কারণে মনে হয় এই মমত্ব বড় বেশি গাঢ় হয়েছিল।