খালেদা জিয়ার হুঙ্কারে আওয়ামী লীগ ভীত নয় বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম। কামরুল ইসলাম বলেন, গত দুইদিন আগে রাজবাড়ীর জনসভায় খালেদা জিয়া উপজেলা নির্বাচনের পর সরকার পতন আন্দোলনের ঘোষণা দিয়েছেন। কিন্তু তার এই হুঙ্কারে আমরা মোটেও ভীত নই। আন্দোলন করার মত সংগঠন বিএনপি নয়, তারা গণতান্ত্রিক উপায়ে কোনো আন্দোলন করতেও পারবে না, তাদের সে চরিত্র নেই। তারা শুধু আন্দোলনের নামে দেশে অরাজকতাই সৃষ্টি করতে পারে।
সোমবার দুপুরে রাজধানীর শিল্পকলা একাডেমীতে আওয়ামী লীগের সাবেক সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আলমগীর কুমকুমের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
আগাম নির্বাচনের কোন সম্ভাবনা নেই মন্তব্য করে তিনি বলেন, খালেদা জিয়া আগাম নির্বাচনের দাবি করছেন। কিন্তু বাংলাদেশে আগাম নির্বাচনের কোনো সম্ভাবনা নেই। যথাসময়ে শেখ হাসিনার নেতৃত্বে আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। সেই নির্বাচনের জন্য বিএনপিকে এখন থেকেই প্রস্তুতি নেওয়া উচিত।
বিএনপি প্রসঙ্গে তিনি বলেন, জাতীয় নির্বাচনে অংশ গ্রহণ না করার ভুল বিএনপি বুঝতে পেরেছে। তাই তারা উপজেলা নির্বাচনে অংশ গ্রহণ করছে। এখন বিএনপি কচিখোকার মত চুপ করে বসে আছে। এ চেহারা অবশ্য তাদের বেশিদিন থাকবে না। সাম্প্রদায়িক গোষ্ঠীকে মদদ দিয়ে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে তারা। মিথ্যাচারে বিএনপির ওপরে কেউ নেই।
উগ্র মৌলবাদীদের হাত থেকে দেশকে রক্ষা করার জন্য সবাইকে ঐক্যবদ্ধ হবারও আহ্বান জানান তিনি।
বঙ্গবন্ধু সাংস্কৃতিক একাডেমীর সভাপতি অ্যাড. তারানা হালিমের সভাপতিত্বে আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব পীযুষ বন্দোপধ্যায়, ড. এনামুল হক প্রমুখ।