কুড়িগ্রামের ফুলবাড়ি সীমান্তে বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশী গরু ব্যবসায়ী মুকুল মিয়ার লাশ ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। সোমবার দুপুর ১২টায় সীমান্তের ৯৩৪ নম্বর আন্তর্জাতিক পিলারের সাব পিলার-১ এর কাছে ভারতীয় সুরত আলীর বাড়ির আঙিনায় বিজিবির কাছে এই লাশ হস্তান্তর করা হয়। এ সময় বিজিবির পক্ষে লাশ গ্রহন করেন শিমুলবাড়ী কোম্পানী কমান্ডার সুবেদার রাই মোহন রায়। ভারতীয় বিএসএফের পক্ষে ছিলেন করলা কোম্পানী কমান্ডার ডিডি শর্মা। ফুলবাড়ী থানার ওসি বজলুর রশিদ জানান, বাংলাদেশে লাশ ময়না তদন্তের পর দাফনের জন্য নিহতের স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। শনিবার ভোর রাতে ফুলবাড়ী উপজেলার খলিশা কোটাল সীমান্তের ৯৩৪ নং পিলারের পাশে কাঁটাতার বিহীন ফাঁকা জায়গা দিয়ে ভারত বাংলাদেশের একটি যৌথ গরু ব্যবসায়ী দল গরু নিয়ে সীমান্ত পার হওয়ার চেষ্টা করলে ভারতীয় বসকোটাল ক্যাম্পের টহলরত বিএসএফ তাদের লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি বর্ষণ করে। এসময় বাংলাদেশী পশ্চিম বালাটারী গ্রামের ইসমাইল হোসেনের ছেলে গরু ব্যবসায়ী মুকুল মিয়া (৩৫) পিঠে গুলিবিদ্ধ হয়ে নোম্যান্স ল্যান্ডেই পড়ে যান। পরে বিএসএফ তাকে মারতে মারতে টেনে হিচঁড়ে ভারতের ভিতরে নিয়ে যায়। রোববার সকালে চিকিৎসাধীন অবস্থায় সে কুচবিহার হাসপাতালে মারা যায়।