রাবি শিক্ষার্থীদের ওপর হামলাকারীদের বিরুদ্ধে কি ব্যবস্থা: হাইকোর্ট

0
94
Print Friendly, PDF & Email

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর রাজনৈতিক কর্মীদের (ছাত্রলীগ) হামলার ঘটনায় তাদের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে কিনা তা জানাতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। একইসঙ্গে ওই ঘটনায় পুলিশের ভূমিকা বা গুলি চালানোর ঘটনা তদন্তে কোনো পদক্ষেপ নেওয়া হয়েছে কিনা তাও জানতে চাওয়া হয়েছে।

সোমবার বিচারপতি মির্জা হুসেইন হায়দার ও বিচারপতি খুরশীদ আলম সরকারের হাইকোর্ট বেঞ্চ একটি রিট আবেদনের শুনানি নিয়ে এ নির্দেশ দেন।

গত ১৮ ফেব্রুয়ারি দেশের ১৪ জন বিশিষ্ট নাগরিক ওই রিটটি দায়ের করেছিলেন।

আবেদনের পক্ষে আদালতে শুনানি করেন ব্যারিস্টার জোত্যির্ময় বড়–য়া। তিনি বলেন, ওই ঘটনায় ছয়টি মামলা দায়ের করা হয়েছে এর মধ্যে কোনো রাজনৈতিক কর্মীর নাম নেই।

শেয়ার করুন