উল্লাপাড়ায় বিএনপি সমর্থিত প্রার্থীর নির্বাচন বর্জনের ঘোষণা

0
198
Print Friendly, PDF & Email

ভোটারদের ভোট কেন্দ্রে যেতে বাধা দেয়া এবং প্রশাসনের অসহযোগিতার অভিযোগ এনে নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন বিএনপি সমর্থিত প্রার্থী এ্যাডঃ শামসুল হক। দুপুরে পৌনে ২টার দিকে তিনি এ ঘোষণা দেন। তিনি দাবি করেন, স্থগিত নলসন্ধ্যা কেন্দ্রে ভোট দিতে আসার সময় আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীর লোকজন বাধা দিচ্ছে এবং কয়েকজনকে মারপিট করেছে। বিষয়টি প্রশাসনকে অবগত করার পরও তারা কোন ব্যবস্থা নেয়নি। এছাড়া আকবর আলী কলেজেও ভয়ভীতি প্রদর্শন করা হচ্ছে। তাই আগে অভিযোগ করা ৮টি সহ আজ ভোট হওয়া ২টি কেন্দ্রে পুনরায় ভোট গ্রহনের দাবী করেন তিনি।
এদিকে নলসন্ধ্যা কেন্দ্রের প্রিজাইডিং অফিসার গৌড় কুমার ঘোষ দুপুর পৌনে ২টার দিকে জানান, কেন্দ্রের ৩৭৮৭ জন ভোটারের মধ্যে ২৩০০ ভোটার ভোট প্রদান করেছেন। আরও ভোটাররা লাইনে দাড়িয়ে ভোট দিচ্ছে। তবে বিএনপি প্রার্থীর অভিযোগ অস্বীকার করেছেন সিরাজগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মোক্তার হোসেন। তিনি জানান, কেন্দ্রের অভ্যন্তরে কোন সমস্যা নেই। সুষ্ঠুভাবে ভোট গ্রহণ চলছে। ভোটারদের নিরাপত্তায় কেন্দ্রের বাইরে তাদের যাতায়াতের পথে বিভিন্ন স্থানে পুলিশ মোতায়েন রয়েছে।

শেয়ার করুন