সংযুক্ত আরব আমিরাতে অবৈধভাবে প্রবেশ করা দুই বাংলাদেশী অপর দুই বাংলাদেশী নাগরিককে তুচ্ছ কারণে ছুরিকাঘাতে হত্যা করেছে। মাত্র ৫০ দিরহাম বা বাংলাদেশী মুদ্রায় ১ হাজার ৫৬ টাকা মূল্যের জুতা নিয়ে তাদের মধ্যে বাদানুবাদের সৃষ্টি হয়। এক পর্যায়ে দুই বাংলাদেশী এলোপাতাড়ি ছুরিকাঘাকে ওই দুইজনকে হত্যা করে। এ ঘটনা ঘটেছে শারজায়। হত্যাকারীরা সম্পর্কে দুই ভাই বলে জানা গেছে। পুলিশ জানিয়েছে, আমিরাতের শিল্পাঞ্চল ১- থেকে নিহত দুই বাংলাদেশীর মৃতদেহ উদ্ধার করেছিলেন তারা। তাদের শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাতের চিহ্ন ছিল। তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের চিহ্নিত করা হয়। এ খবর দিয়েছে এমিরেটস ২৪/৭ অনলাইন। তবে এখনও অপরাধীদের গ্রেপ্তার করা সম্ভব হয়নি। তাদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রেখেছে পুলিশ।