দাবি আদায়ে রায় সাহেব বাজার মোড় অবরোধ করেছেন শিক্ষক-শিক্ষার্থীরা

0
175
Print Friendly, PDF & Email

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বেদখল হওয়া হল উদ্ধার, শিক্ষক-শিক্ষার্থীদের আবাসন নিশ্চিত ও দুই পুলিশ কর্মকর্তাকে প্রত্যাহারের দাবিতে পুরান ঢাকার রায় সাহেব বাজার মোড় অবরোধ করে সমাবেশ করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা। ফলে সদরঘাট-গুলিস্তান সড়কে যান চলাচল বন্ধ রয়েছে।

আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী সকাল ১০টার দিকে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বেদখল হওয়া হল উদ্ধার সংগ্রাম পরিষদ। এক ঘণ্টা তাঁরা ক্যাম্পাসের মনের বিভিন্ন অনুষদের সামনে বিক্ষোভ মিছিল করেন। দুপুর পৌনে ১২টার দিকে শিক্ষার্থীরা মিছিল নিয়ে ভিক্টোরিয়া পার্ক এলাকায় জনশন রোড অবরোধ করে। সোয়া ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি ও হল উদ্ধার সংগ্রাম পরিষদের ব্যানারে সহস্রাধিক শিক্ষক-শিক্ষার্থী মিছিল নিয়ে রায় সাহেব বাজার মোড় অবরোধ করেন। মিছিল নিয়ে আসার সময় শিক্ষার্থীরা আজমেরি পরিবহনের একটি বাসের কাচ ভাঙচুর করেন।

হল উদ্ধার সংগ্রাম পরিষদের সদস্য সচিব সিরাজুল ইসলাম বলেন, দাবি আদায়ে তাঁরা কর্মসূচি চালিয়ে যাবেন। দু একদিনের মধ্যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতিসহ সব ছাত্রসংগঠন মিলে ক্যাম্পাসের প্রধান ফটকের সামনে অধিকার মঞ্চ তৈরি করা হবে।

এর আগে বেলা ১১টার দিকে একই দাবিতে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের সামনে মানববন্ধন করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি। দাবি আদায়ে আজ চতুর্থ দিনের মতো কর্মবিরতি পালন করেন শিক্ষকেরা।
শিক্ষক সমিতির সভাপতি সরকার আলী আককাস বলেন, গত ২৩ ফেব্রুয়ারি শিক্ষক-শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনা ঘটলেও দায়ী দুই পুলিশের বিরুদ্ধে এখনো ব্যবস্থা নেয়নি সরকার। শিক্ষার্থীদের যৌক্তিক দাবি আদায়ে সরকারের পক্ষ থেকে কোনো আশ্বাস পাওয়া যাচ্ছে না। তাই দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মবিরতিসহ বিভিন্ন কর্মসূচি চলবে।

শেয়ার করুন