অভিনেত্রী জেনিফার লরেন্স এবার অস্কার পাননি, এটা সম্ভবত বড় খবর হয়নি। তবে তিনি এবার অস্কার পতন করেছেন। আর সেটিই আলোচিত হয়েছে
গত বছরের মত এবারও জেনিফার লরেন্স অস্কারের লাল গালিচায় হোঁচট খেয়ে পড়ে গেছেন। ‘আমেরিকান হাসল’ মুভিতে সেরা সহ-অভিনেত্রী হিসেবে এবার অস্কারের মনোনয়ন পেয়েছিলেন লরেন্স।
লাল পোশাক ও হীরের নেকলেস জড়িয়ে অস্কারের অনুষ্ঠানে আসেন জেনিফার লরেন্স। ২৩ বছর বয়সী লরেন্স বলেন, তিনি এবার হাটা চর্চা করে এসেছেন, যাতে গতবারের মত এবারও হোঁচট খেতে হয়।
গত বছর ‘সিলভার লাইনিং প্লে বুক’ সিনেমাতে অভিনয়ের জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার জিতেন লরেন্স। কিন্তু তিনি পুরস্কার গ্রহণ করতে গিয়ে হোঁচট খেয়ে পড়ে গিয়েছিলেন। কিন্তু এবারও মনে হচ্ছে, তিনি হাটা চর্চা করে আসেননি। ফলে রেড কার্পেটের একটি কোণায় পা লেগে হোঁচট খেয়ে পড়ে যান।
এদিকে, অস্কার উপস্থাপক এলেন দেজেনারস তার উদ্বোধনী বক্তৃতায় জেনিফার লরেন্সের এই ভারসাম্যহীনতা নিয়ে ঠাট্টা করেন। তিনি প্রথমে উপস্থিত অতিথিদের গতবারে লরেন্সের হোঁচটের কথা স্মরণ করিয়ে দেন এবং কৌতুক করেন এবার তিনি এটার ভিডিও ক্লিপটি দেখাবেন।
উপস্থিত অতিথিদের ভাগ্য ভালো আগের ক্লিপটি আর দেখতে হলো না! এবারও তারা জেনিফার হোঁচটের লাইভ দেখেছেন।
উপস্থাপক জেনিফারকে বলেন, ‘আজ রাতে যদি তুমি পুরস্কার জেত তাহলে আমার মনে হয় আমাদের তোমার কাছে পুরস্কারটা নিয়ে যেতে হবে।’
তবে জেনিফার যতই হোঁচট খাচ্ছে, ততই আমেরিকানরা তার প্রেমে পড়ছে!