আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম-সাধারন সম্পাদক মাহবুবুল আলম হানিফ বলেছেন, সুশীল সমাজ বিভিন্ন ভাবে বিএনপিকে আমাদের বিরুদ্ধে উষ্কে দিচ্ছে, যেন তারা আমাদের বিরুদ্ধে আন্দোলনে মাঠে নেমে দেশে আবারও অরাজকতা সৃষ্টি করতে পারে।
সোমবার দুপুরে রাজধানীর শিল্পকলা একাডেমিতে আওয়ামী লীগের সাবেক সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আলমগীর কুমকুমের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। বঙ্গবন্ধু সাংস্কৃতিক একাডেমি এ আলোচনা সভার আয়োজন করে।
হানিফ বলেন, উপজেলা নির্বাচন স্থানীয় সরকার নির্বাচন। এ নির্বাচনের ফলাফলের ওপর কোনো দলের জনপ্রিয়তা যাছাই নির্ভর করে না। তারপরও নামধারী সুশীল সমাজ বিভিন্ন সময়ে বিভিন্ন আলোচনা সভায় ও টকশোতে এ নির্বাচনের ফলাফলকে আমাদের জনপ্রিয়তা হ্রাসের সঙ্গে তুলনা করছেন। এ কাজ করে তারা বিএনপিকে উষ্কে দিচ্ছেন, যেন দলটি আমাদের বিরুদ্ধে মাঠে নামে। এর ফলে দেশে আবারও অরাজকতার সৃষ্টি হবে।
সুশীল সমাজকে উদ্দেশ্য করে তিনি বলেন, বিএনপিকে উষ্কানী দিয়ে আমাদের বিরুদ্ধে মাঠে নামানো বন্ধ করুন। এতে দেশের শান্তি নষ্ট হবে। আর দেশের মানুষ শান্তি চায়। স্থানীয় সরকার নির্বাচনের ফলাফল নিয়ে জাতির মধ্যে বিভেদ তৈরি করবেন না।
তিনি বলেন, গত বছর গেছে দেশের একটি অস্থিতিশীল বছর। দেশের মানুষ আতঙ্কিত ছিল সারাটি বছর। পেট্রোল বোমা মেরে সাধারণ মানুষ হত্যা চলছিল, হরতাল-অবরোধের নামে দেশে বিশৃঙ্খলা চলছিল। এমন সময় শেখ হাসিনা নির্বাচন দিয়ে দেশ থেকে সেই অরাজকতা দূর করেছেন। দেশের মানুষের মনে শান্তি এনেছেন। কিন্তু তথাকথিত এ সুশীল সমাজ কী দেশের মানুষের মনে শান্তি থাকুক তা চায় না?
রাজবাড়ীর জনসভায় খালেদা জিয়ার বক্তব্যের প্রতিবাদে তিনি বলেন, দু’দিন আগেই খালেদা জিয়া রাজবাড়ীতে বক্তব্য দিয়েছেন। তিনি সেখানে আমাদের বিরুদ্ধে উপজেলা নির্বাচনের পর আন্দোলনের ডাক দিয়েছেন। তারা নির্বাচনের আগেও আন্দোলনের নামে দেশে অরাজকতা করেছে, আবারও তারা একই আন্দোলনের ডাক দিয়েছে। তারা এ আন্দোলন করছে মূলত যুদ্ধপরাধীদের বিচার বন্ধ ও নির্বাচন বন্ধ করতে।
সংগঠনের সভাপতি অ্যাডভোকেট তারানা হালিমের সভাপতিত্বে আলোচনাসভায় আরও উপস্থিত ছিলেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম, সাংষ্কৃতিক ব্যক্তিত্য পিযুষ বন্দোপধ্যায়, ড. এনামুল হক, সংগঠনের সাধারণ সম্পাদক অরুন সরকার রাণা প্রমুখ।