চর দখলের মতো কেন্দ্র দখল হয়েছে: ফখরুল

0
171
Print Friendly, PDF & Email

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দ্বিতীয় দফায় উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের স্বরূপ উন্মোচিত হয়েছে। তারা চর দখলের মতো কেন্দ্র দখল করেছে। দখল হওয়া কেন্দ্রগুলোতে আবার ভোট নেওয়ার দাবি জানান তিনি।

আজ বৃহস্পতিবার বিকেলে দলের ভাইস-চেয়ারম্যান হাফিজ উদ্দিন আহমেদের কারামুক্তি উপলক্ষে রাজধানীর চন্দ্রিমা উদ্যানে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে ফুল দেওয়ার পর সাংবাদিকদের এসব কথা বলেন মির্জা ফখরুল।

মির্জা ফখরুল অভিযোগ করে বলেন, ভোট শুরু হওয়ার পরপরই বেশির ভাগ ভোটকেন্দ্র দখল করে নেওয়া হয়েছে। বেশ কয়েকটি উপজেলার সব কটি কেন্দ্র দখল করে নিয়েছে সরকার-সমর্থকেরা।

এদিকে আজ বিকেলে এক সংবাদ সম্মেলনে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেন, প্রধানমন্ত্রীকে সন্তুষ্ট করতেই কাজ করে যাচ্ছে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশন মেরুদণ্ড সোজা করে দাঁড়ালে আওয়ামী ‘পান্ডারা’ ভোটকেন্দ্রে দাঁড়াতেই পারত না। তিনিও দাবি করেন, বেশ কিছু উপজেলায় সরকারদলীয় নেতা-কর্মীরা ভোটকেন্দ্র দখল করে নিয়েছে। কোথাও কোথাও জাল ভোটের মহোত্সব হয়েছে। এর আগে দুই দফা সংবাদ সম্মেলনেও একই ধরনের অভিযোগ করেন তিনি।

বিকেলের সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে রিজভী বলেন, কোথায় কোথায় ভোট বর্জন ও হরতাল ডাকা হয়েছে, তার সঠিক পরিসংখ্যান তখন পর্যন্ত তাঁদের হাতে পৌঁছায়নি। কর্মসূচির বিষয়ে দলের নীতিনির্ধারকেরা বসে সিদ্ধান্ত নেবেন।

সব কটি সংবাদ সম্মেলনেই রিজভী অভিযোগ করেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিরপেক্ষ ছিল না। ১৯ দল সমর্থিত প্রার্থীদের ভোটারদের কেন্দ্রে যেতে বাধা দেওয়া হয়েছে।

শেয়ার করুন