নির্বাচনে ৫০ শতাংশ ভোট কারচুপি হয়েছে

0
107
Print Friendly, PDF & Email

দ্বিতীয় দফা উপজেলা নির্বাচনে ৫০ শতাংশ ভোট কারচুপি হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আ স ম হান্নান শাহ।

বৃহস্পতিবার সন্ধ্যায় জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে আওয়ার ফ্রিডম অ্যান্ড ইয়ুথ পারসেপশন আয়োজিত ‘বিডিআর বিদ্রোহ, আমাদের স্বাধীনতা, তরুণের দৃষ্টিভঙ্গি (বিডিআর মিউটিনি)’ শীর্ষক আলোচনা সভায় এ অভিযোগ করেন তিনি।

হান্নান শাহ বলেন, ‘প্রথম দফা নির্বাচনে বিএনপির জয় দেখে সরকার দিশেহারা হয়ে পড়েছে। এরই পরিপ্রেক্ষিতে দ্বিতীয় দফা নির্বাচনে সরকার দলীয় সশস্ত্র ক্যাডার বাহিনী ও প্রশাসনের মাধ্যমে সারা দেশে প্রতিটি ভোটকেন্দ্র দখল করে জাল ভোট দিয়েছে।’

পিলখানা ট্র্যাজেডি প্রসঙ্গে তিনি বলেন, ‘বিডিআর বিদ্রোহ কোনো হত্যাকাণ্ড নয়, এটি একটি সাজানো নাটক। বাংলাদেশ সেনাবাহিনী ও সিমান্ত নিরাপত্তা দুর্বল করার জন্য এই নাটকের জন্ম দেয়া হয়।’

বিএনপির এই নেতা বলেন, ‘প্রধানমন্ত্রী বিডিআর বিদ্রোহের ঘটনার কোনো পদক্ষেপ নেননি। এমনকি বিডিআর হত্যাকাণ্ডের বিচার নিয়ে সারা বিশ্বে প্রশ্ন দেখা দিলেও প্রধানমন্ত্রী নীরব ভূমিকা পালন করছেন।’

প্রধানমন্ত্রীকে সেনাবাহিনীর যে সব সদস্য বিডিআর হত্যার বিষয়ে প্রশ্ন করেছিলেন তাদের কারো চাকরি নেই বলে দাবি করেন হান্নান শাহ।

আয়োজক সংগঠনের সভাপতি নূরুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যদের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সাবেক ভিসি এমাজ উদ্দিন আহমেদ, কল্যাণ পার্টির চেয়ারম্যান কর্নেল (অব.) সৈয়দ ইবরাহীম বীরপ্রতিক ও বিএনপির নির্বাহী কমিটির সদস্য মেজর (অব.) মো. হানিফ প্রমুখ বক্তব্য দেন।

শেয়ার করুন