সাকিব আল হাসান, তামিম ইকবালের পর এবার বাংলাদেশ দলের দুর্ভাগ্যের সঙ্গে যোগ হল অধিনায়ক মুশফিকুর রহিমের নাম। ভারতের বিপক্ষে অসাধারণ শতক হাঁকানো মুশফিকের আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামা এখন অনিশ্চিত।
মুশফিকের চোট নিয়ে বৃহস্পতিবার বিসিবি সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়,‘মুশফিকুর রহিমের চোট এখনও পর্যবেক্ষণ করা হচ্ছে।’ তবে চোট নিয়ে কোন সমস্যা না থাকলেও শনিবারের ম্যাচ নিয়ে কিছুই জানায়নি বিসিবি।
উল্লেখ্য,এশিয়া কাপের দ্বিতীয় ম্যাচে বুধবার ভারতের বিপক্ষে ফিল্ডিংয়ের সময় ডান কাঁধে চোট পেয়ে মাঠ ছাড়েন অধিনায়ক মুশফিকুর রহিম। ফতুল্লাহ খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে ভারতের বিপক্ষে ৪৩.৫ ওভারের মাথায় রুবেলের বলে বাউন্ডারি বাঁচাতে গিয়ে ডান কাঁধে চোট পান তিনি।
এরপর নারায়ণগঞ্জের একটি হাসপাতালে তার এক্স-রে করানো হয়। সেখান থেকে মুশফিককে ঢাকায় পাঠিয়ে দেয়া হয়। বৃহস্পতিবার মুশফিকের এমআরআই করানো হয়। তবে চোট নিয়ে বিস্তারিত কিছুই জানায়নি বিসিবি। শনিবার মাঠে নামতে পারবেন কি পারবেন না সে বিষয়ও নিশ্চিত করা হয়নি। এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে ১১৭ রানের চমকপ্রদ ইনিংস খেলে দলকে জয়ের দিকে ঠেলে দিয়েছিলেন তিনি। কিন্তু শেষ পর্যন্ত বিপক্ষ অধিনায়ক বিরাট কোহলির শতকের কাছেই হার মানতে হয় টাইগার অধিনায়ককে।