বাংলাদেশে ইসলামের প্রধান শত্রু জামায়াত : ভূমিমন্ত্রী

0
111
Print Friendly, PDF & Email

ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ বলেছেন, বাংলাদেশে ইসলামের প্রধান শক্র জামায়াতে ইসলাম। তারা ইসলামের নাম দিয়ে মানুষকে বিভ্রান্ত করে গণতান্ত্রিক চেতনার বিরুদ্ধে, মানবতার বিরুদ্ধে ও ইসলামের বিরুদ্ধে যুদ্ধ করছে। আজ বৃহস্পতিবার সকালে রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ আয়োজিত আইডিইবির মুক্তিযোদ্ধা স্মৃতি মিলনায়তনে ‘গণমানুষের অধিকার প্রতিষ্ঠায় মহান একুশ : সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে করণীয়’ শীর্ষক আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ভূমিমন্ত্রী বলেন, একটি অসাম্প্রদায়িক চেতনার বাংলাদেশ, মুক্তিযুদ্ধের চেতনার বাংলাদেশ, মানবিক গণতান্ত্রিত্রক বাংলাদেশ এবং নির্বাচিত সরকারের বাংলাদেশ প্রতিষ্ঠায় ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে মাথা উঁচু করে দাঁড়াতে চাই। ভাষা আন্দোলনের মাধ্যমে বাঙ্গালী জাতীয়তাবাদী আন্দোলনে বীজ রোপিত হয়েছিল। বঙ্গবন্ধু শেখ মুজিবের নেতৃত্বে বাংলাদেশ প্রতিষ্ঠার মধ্যদিয়ে ভাষা আন্দোলন পূর্ণতা পেয়েছে। তিনি আরো বলেন, গত শতাব্দীতে বাঙ্গালীর সবচেয়ে বড় অর্জন দুটি। একটি বাংলাদেশের স্বাধীনতা, আরেকটি রাষ্ট্রভাষা বাংলা প্রতিষ্ঠার মাধ্যমে একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস স্বীকৃতি লাভ।
আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের স্মৃতিচারণ করে তিনি বলেন, ৫৬ সালে যখন বাংলা রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি পেলো তখন স্কুলের বার্ষিক মিলাদ মাহফিলে একজন অতিথি মাওলানা বলেন, বাংলা ভাষা কাফেরের ভাষা। এই ভাষা রাষ্ট্রভাষা হওয়ার কারণে পাকিস্তানের মানুষ বেহেস্তে যাবে না। এই ভাষাকে পবিত্র করতে হবে। আরবি হরফে (অক্ষরে) বাংলা ভাষা লিখলেই ভাষা পবিত্র হবে। এ সময় তিনি রাষ্ট্র ভাষা বাংলা প্রতিষ্ঠায় যারা খুশি হয়নি তারা এ ধরনের কর্মকাণ্ড করেছেন বলেও মন্তব্য করেন।

শেয়ার করুন