চমেক-রামেককে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের সিদ্ধান্ত

0
119
Print Friendly, PDF & Email

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা চট্টগ্রাম ও রাজশাহী মেডিকেল কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের সিদ্ধান্ত নিয়েছেন। রূপান্তর প্রক্রিয়া শেষ হলে আনুষ্ঠানিকভাবে বিশ্ববিদ্যালয় ঘোষণা করা হবে।

বৃহস্পতিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে স্বাস্থ্যখাতে সচেতনতা বৃদ্ধিতে বিশেষ অবদান রাখায় গণমাধ্যম প্রতিষ্ঠানকে সম্মাননা প্রদান অনুষ্ঠানে একথা বলেন।

ন্যাশনাল আই কেয়ার এবং মিডিয়া হাউস পরিপ্রেক্ষিত যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে।

স্বাস্থ্যসচিব এম এম নিয়াজউদ্দিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। স্বাস্থ্য অধিদপ্তরের নবনিযুক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. দীন মোহাম্মদ নূরুল হক অনুষ্ঠানে ন্যাশনাল আই কেয়ার কর্মসূচির ভিশন ২০২০-এর কর্মকৌশল ও বাস্তবায়ন সম্পর্কে পাওয়ার পয়েন্ট উপস্থাপনা করেন। পরিপ্রেক্ষিত এর নির্বাহী পরিচালক সৈয়দ বোরহান কবীর অনুষ্ঠান সঞ্চালনা করেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, সরকার স্বাস্থ্যখাতের অনিয়ম দূর করতে বদ্ধপরিকর। গত কয়েক বছর হাসপাতালগুলোতে শত শত কোটি টাকা ব্যয়ে অপ্রয়োজনীয় যন্ত্রপাতি ক্রয় করা হয়েছে। যেগুলোর অনেক প্যাকেটই খোলা হয়নি। এমন অপ্রয়োজনীয় ক্রয় কাদের পরামর্শে করা হয়েছে তা তদন্ত করার জন্য অতিরিক্ত সচিবের নেতৃত্বে একটি কমিটি গঠন করা হয়েছে। শিগগিরই এ কমিটির সুপারিশ অনুযায়ী দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

স্বাস্থ্যখাতের উন্নয়নে পরিকল্পিত কর্মকৌশল প্রণয়নে স্বল্প পরিসরের একটি উপদেষ্টা কমিটি গঠন করা হবে বলে জানিয়ে মন্ত্রী বলেন, দেশের বিশিষ্ট কয়েকজন ব্যক্তির সমন্বয়ে এই কমিটি গঠন করা হবে যেখানে সিনিয়র সাংবাদিকদেরও রাখা হবে। ঐ কমিটি স্বাস্থ্য মন্ত্রণালয়কে নিয়মিত পরামর্শ প্রদান করে এ খাতের উন্নয়নে সহযোগিতা করবে। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সরকার দেশে নিরক্ষরতা দূরীকরণ, সন্ত্রাস ও জঙ্গিবাদ নির্মূলে যে সাফল্য দেখাচ্ছে, স্বাস্থ্যখাতেও সেই সাফল্য অর্জিত হবেই।

অনুষ্ঠানে ৫টি প্রিন্ট, ৩টি ইলেকট্রনিক ও ১টি অনলাইন গণমাধ্যম এবং ঢাকা রিপোর্টার্স ইউনিটিকে সহযোগী প্রতিষ্ঠান হিসেবে সম্মাননা প্রদান করা হয়।

শেয়ার করুন