২০১৩ সালের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশের সর্বোচ্চ মুনাফা (অনিরীক্ষিত) অর্জনকারী দশটি ব্যাংকের নামের তালিকা প্রকাশ করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
বৃহস্পতিবার দশম জাতীয় সংসদের প্রথম অধিবেশনে সংসদ সদস্য এনামুল হকের এক প্রশ্নের জবাবে মন্ত্রী সংসদকে এ তথ্য জানান।
মন্ত্রীর দেয়া তথ্য অনুযায়ী, ২০১৩ সালে সবচেয়ে বেশী মুনাফা অর্জন করেছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক। তাদের মুনাফার পরিমাণ এক হাজার ৫৪৮ কোটি ৬২ লাখ টাকা। দ্বিতীয় স্থানে রয়েছে ইসলামী ব্যাংক। তাদের মুনাফা এক হাজার ৪৫৬ কোটি ৫৭ লাখ টাকা। এরপর জনতা ব্যাংক ১ হাজার ২১৩ কোটি চার লাখ, এইচএসবিসি ৯৮৫ কোটি ৯২ লাখ, অগ্রণী ব্যাংক ৯৪২ কোটি ৩৯ লাখ, পূবালী ব্যাংক ৭৯৬ কোটি ৯৮ লাখ, প্রাইম ব্যাংক ৭৬৩ কোটি ১২ লাখ, ইউনাইটেড কমার্সিয়াল ব্যাংক ৭১২ কোটি ৬৪ লাখ, সাউথইস্ট ব্যাংক ৭১২ কোটি ১২ লাখ এবং ব্র্যাক ব্যাংক ৬৩৬ কোটি ৩৩ লাখ টাকা মুনাফা অর্জন করেছে।
সংসদ সদস্য দিদারুল আলমের ওপর এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, “নতুন অনুমোদিত ব্যাংকগুলো ইতিমধ্যে পূর্ণাঙ্গ বাণিজ্যিক কার্যক্রম চালু করেছে। ব্যাংকগুলো পর্যায়ক্রমে সারা দেশে তাদের কার্যক্রম সম্প্রসারণ করবে।”
নিজাম উদ্দিন হাজারীর এক প্রশ্নের জবাবে মন্ত্রী সংসদকে জানান, স্বচ্ছ ও হয়রানিমুক্ত কৃষিঋণ বিতরণে বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে শাখা অফিসসহ বাণিজ্যিাক ব্যাংকগুলোর সব পর্যায়ে মনিটরিং ব্যবস্থা জোরদার করা হয়েছে।