বিএনপির যুগ্ম-মহাসচিব ও রাজশাহী মহানগরের সভাপতি মিজানুুর রহমান মিনু, রাজশাহী সিটি করপোরেশনের মেয়র ও বিএনপির কেন্দ্রিয় সদস্য মোসাদ্দেক হোসেন বুলবুল এবং নগর সাধারণ সম্পাদক এডভোকেট শফিকুল হক মিলনসহ ৩৪ নেতাকর্মীর জামিন নামঞ্জুর করেছে আদালত।
বৃহস্পতিবার দুপুরে মহানগর দায়রা জজ আদালতে তাদের পক্ষে আইনজীবী জামিন আবেদন করলে আদালতের বিচারক আশরাফ হোসেন তা নাকচ করে দেন। আসামীপক্ষের আইনজীবী মোহাম্মদ আলী আশরাফ মাসুম এ তথ্য নিশ্চিত করেছেন।
এদিকে, সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত মেয়র নূরুন্নাহার বেগম বৃহস্পতিবার রাজশাহী কেন্দ্রিয় কারাগারে মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুলের সঙ্গে দেখা করেছেন।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, রাসিকের কাউন্সিলর হাবিবুর রহমান, এসএম মাহবুবুল হক পাভেল, একেএম রাশেদুল হাসান, আবু বাক্কার কিনু, আব্বাস আলী সরদার, আবদুস সোবহান লিটন, মুনজুর হোসেন, মুস্তাক হোসেন রতন, আব্দুল হামিদ সরকার টেকন, আরমান আলী, আব্দুস সামাদ, তাহেরা বেগম মিলি প্রমুখ।
উল্লেখ্য, গত বছরের ২৬ ডিসেম্বর নগরীর লোকনাথ স্কুল এলাকায় বোমা হামলায় নিহত হন পুলিশ সদস্য সিদ্ধার্থ সরকার। এ ঘটনায় বোয়ালিয়া থানা পুলিশ বিএনপি-জামায়াতে ৯০নেতার নাম উল্লেখসহ সাড়ে ৪০০ নেতাকর্মীর বিরুদ্ধে দুটি মামলা দায়ের করে।
এই মামলায় উচ্চ আদালত থেকে অন্তবর্তীকালীন জামিন শেষে গত ২৪ ফেব্রুয়ারি রাজশাহীর অতিরিক্ত চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে আদালত বিএনপি নেতাদের জামিন নামঞ্জুর করে আদালত জেল হাজতে পাঠানো নির্দেশ দেন।