মূল ঘটনা ধামাচাপা দিতেই ক্রসফায়ার : ফখরুল

0
108
Print Friendly, PDF & Email

নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জেএমবির তিন সদস্য পালিয়ে যাওয়া এবং এক সদস্যকে ক্রসফায়ারের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘ক্রসফায়ারের মাধ্যমে পুরো ঘটনাকে ধাপাচাপা দেয়ার প্রক্রিয়া চলছে। তাই গোটা বিষয়টাকে ধামাচাপা দিতেই ক্রসফায়ার দেয়া হয়েছে।’

সোমবার বেলা সোয়া ১১টায় রাজধানীর শেরেবাংলা নগরের চন্দ্রিমা উদ্যানে বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে পুষ্পস্তবক অর্পণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।

শেয়ার করুন