প্রিজন ভ্যান থেকে আসামি ছিনিয়ে নেয়ার ঘটনা সরকারের চরম ব্যর্থতা হিসেবে উল্লেখ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেন, ফাঁসির আসামি পালিয়ে যাওয়া সরকারের ব্যর্থতার নামান্তর। ঘটনা ধামাচাপা দিতেই বন্দুকযুদ্ধে ঘটনা সাজানো হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
সোমবার দুপুরে সাংবাদিকদের সামনে তিনি এসব কথা বলেন।