এ বছর অনুষ্ঠেয় ৮৬তম অস্কারে দক্ষিণ আফ্রিকার সাবেক প্রেসিডেন্ট ও বর্ণবাদবিরোধী নেতা নেলসন ম্যান্ডেলার দুই মেয়ে জিন্দজি ও জিনানিকে আমন্ত্রণ জানানো হয়েছে।
এবারের অস্কারে ম্যান্ডেলার ওপর নির্মাণ করা ‘এ লং ওয়াক টু ফ্রিডম’ ছবির ‘অর্ডিনারি লাভ’ গানটি পারফর্ম করা হবে। রক ব্যান্ড ‘ইউ টু’ গানটিতে পারফর্ম করবে। অস্কারে সেরা সং ক্যাটাগরিতে মনোনয়ন পেয়েছে ‘অর্ডিনারি লাভ’।
২ মার্চ অনুষ্ঠিত হবে অস্কারের অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠান।