জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের হল উদ্ধারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থী ও শিক্ষকদের ওপর হামলার প্রতিবাদে জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচি ঠেকাতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। প্রেসক্লাবের সামনে এখন ৪০/৫০ জন পুলিশ সদস্য অবস্থান করেছেন। এছাড়া জলকামান ও সাঁজোয়া যানও মোতায়েন কতরা হয়েছে।
এ বিষয়ে প্রেসক্লাবে দায়িত্বরত ধানমণ্ডি থানার এসআই সাইফুল বলেন, ‘প্রধানমন্ত্রী আজ সচিবালয়ে অফিস করবেন। তাই প্রেসক্লাবের সামনে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের কর্মসূচি পালন করতে দেয়া হবে না।’
তবে প্রধানমন্ত্রীর সচিবালয়ে অফিস করার অজুহাত দেখালেও অন্যান্য সংগঠনকে মানবন্ধন করতে বাধা দেয়া হচ্ছে না।
এদিকে আন্দোলনরত শিক্ষার্থীরা ইতিমধ্যে পদযাত্রা নিয়ে প্রেসক্লাব অভিমুখে রওয়ানা হয়েছেন বলে জানা গেছে।
উল্লেখ্য, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বেদখলকৃত তিব্বত ও অন্যান্য হল উদ্ধার ও নতুন হল নির্মাণের দাবিতে আন্দোলনরত শিক্ষক-শিক্ষার্থীদের ওপর পুলিশি হামলার প্রতিবাদে গত রোববার পৃথক কর্মসূচি ঘোষণা করে আন্দোলনরত শিক্ষার্থী এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি।
রোববার বিকেল সাড়ে ৩টায় এক ছাত্র সমাবেশ থেকে এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে পৃথক কর্মসূচি ঘোষণা দেয়া হয়।
ছাত্র সমাবেশে থেকে হল উদ্ধারে আন্দোলনরত শিক্ষক-শিক্ষার্থীদের ওপর পুলিশি হামলার নিন্দা জানিয়ে আন্দোলনে চলমান কর্মসূচির অংশ হিসেবে সোমবার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল এবং জাতীয় প্রেসক্লাব অভিমুখে পদযাত্রা, প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচির ঘোষণা দেন আন্দোলনের সমন্বয়ক এফএম শরিফুল ইসলাম।