এক কলেজ শিক্ষার্থী অপহরণের অভিযোগে পুলিশ মানিকগঞ্জ জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সাব্বিরুল ইসলাম সনিকে গ্রেপ্তার করেছে।
রবিবার সন্ধ্যায় মানিকগঞ্জ শহরের গঙ্গাধরপট্টি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ ও অপহৃত শিক্ষার্থীর পিতা জানান, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. লিয়াকত আলী দীর্ঘদিন ধরে স্নাতক (সম্মান) তৃতীয় বর্ষের এক শিক্ষার্থীকে (২২) কলেজে যাওয়া-আসার পথে উত্ত্যক্ত করে আসছিলেন। এক মাস আগেও কলেজ থেকে বাড়ি ফেরার পথে ওই শিক্ষার্থীর সঙ্গে লিয়াকত অশালীন আচরণ করেন।
পরে এ বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসা করা হয়। এরপর রবিবার সকাল সোয়া ৭টার দিকে ওই শিক্ষার্থী প্রাইভেট পড়তে বাড়ি থেকে বের হন। গঙ্গাধরপট্টি এলাকায় পৌঁছলে তাকে ওই লিয়াকত ও সনিসহ আরো দুইজন অপহরণ করে নিয়ে যায়।
এ ঘটনায় সন্ধ্যায় ওই শিক্ষার্থীর পিতা ছাত্রলীগের ওই দুই নেতাসহ অজ্ঞাত আরো দুজনের বিরুদ্ধে মানিকগঞ্জ সদর থানায় মামলা করেন। এরপর পুলিশ সনিকে গ্রেপ্তার করে।
মামলার তদন্ত কর্মকর্তা ও মানিকগঞ্জ সদর থানার উপ-পরিদর্শক (এসআই) রহমত আলী জানান, প্রাথমিকভাবে সনিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আর অপহৃত শিক্ষার্থীকে উদ্ধারের চেষ্টা চলছে।