রাজশাহী কেন্দ্রীয় কারাগারে রেড অ্যালার্ট জারি করা হয়েছে। আজ রোববার ময়মনসিংহের ত্রিশালে প্রকাশ্যে পুলিশের প্রিজনভ্যানে গুলি চালিয়ে ও বোমা মেরে জঙ্গি মামলার তিন আসামিকে ছিনিয়ে নেওয়া হয়েছে। এ ঘটনার পর রাজশাহীতে ওই সতর্কতা জারি করা হয়েছে।
কারাধ্যক্ষ (জেলার) ইসমাইল হোসেন জানিয়েছেন, রাজশাহী কেন্দ্রীয় কারাগারে নিষিদ্ধঘোষিত জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) সাজাপ্রাপ্ত ২৫ জন আসামি রয়েছে। সেখানে যাতে তারা কোনো অপ্রীতিকর ঘটনা ঘটাতে না পারে, তার জন্য কারাগারের ভেতরে ও আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। কারাগারে অতিরিক্ত ৩০ জন নিরাপত্তাকর্মীকে দায়িত্ব দেওয়া হয়েছে। আগামী অন্তত এক সপ্তাহ এই সতর্কতা চলবে বলে তিনি জানিয়েছেন।