আসছে ‘ঢাকা অ্যাটাক’

0
143
Print Friendly, PDF & Email

চলতি বছরের শেষের দিকে আসছে ঢাকা অ্যাটাক। না! এটা কোনো রাজনৈতিক কর্মসূচি কিংবা সন্ত্রাসী গ্রেফতারে চিরুনি অভিযান নয়।

পুলিশের ওপর জনগণের আস্থা বাড়ানো, অনুসন্ধানমূলক কাজের ধরন এবং পুলিশের জীবন-যাপন নিয়ে নির্মিত হচ্ছে চলচ্চিত্র ‘ঢাকা অ্যাটাক’।

এ বছরের শেষ দিকে ছবিটি মুক্তি পেতে পারে বলে আশা প্রকাশ করছেন সংশ্লিষ্টরা।

রোববার দুপুরে প্রযোজনা প্রতিষ্ঠান থ্রি হুইলারস লিমিটেডের সঙ্গে কারিগরি সহায়তা সংক্রান্ত এক চুক্তি সই করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

বাংলাদেশে প্রথমবারের মতো থ্রিলার চলচ্চিত্র ‘ঢাকা অ্যাটাক’ নির্মাণে কারিগরি সহায়তা দিচ্ছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ।

ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার বেনজীর আহমেদ বলেন, বাংলাদেশে প্রথমবারের মতো কোনো চলচ্চিত্র নির্মাণে পুলিশ কারিগরি সহায়তা দিচ্ছে। অনেক সময় বিভিন্ন বাধ্যবাধকতার কারণে অপারেশনের ধরন বলা যায় না। কিন্তু এ ছবির মাধ্যমে পুলিশের অনেক কাজ দর্শকরা দেখতে পাবেন।

এতে পুলিশের ওপর জনগণের আস্থা আরো বাড়বে বলেও মনে করেন তিনি।

পুলিশ কমিশনার জানান, এই চলচ্চিত্র কোনো ডকুমেন্টরি হবে না। থ্রিলার ছবি বলতে যা বোঝায় ঠিক সেটাই। তবে নানা প্রতিকূল অবস্থায় পুলিশ কীভাবে প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলে তা দেখানো হবে এই চলচ্চিত্রে।

এক পরিসংখ্যান তুলে ধরে তিনি বলেন, জ্বালাও-পোড়াও থেকে শুরু করে সব ধরনের হামলা মোকাবেলায় পুলিশ জীবন বাজি রেখে কাজ করছে। গত বছর বিভিন্ন হামলা-সংঘর্ষ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গিয়ে বেশ কয়েককজন ১৬ পুলিশ সদস্য নিহত হয়েছেন।

এছাড়া আহত হয়েছেন আড়াই হাজারেও বেশি পুলিশ সদস্য। এরমধ্যে পঙ্গু হয়ে গিয়েছেন প্রায় ৪ শতাধিক পুলিশ।

বেনজীর আহমেদ বলেন, গত বছরের ৫ মে হেফাজতের ঘটনা রক্তপানহীনভাবে মোকাবেলা করে পুলিশ প্রমাণ করেছে তারা সম্পূর্ণ দেশমাতৃকার সেবায় কাজ করে যাচ্ছে।

তিনি বলেন, ঢাকা অ্যাটাক চলচ্চিত্রের মাধ্যমে পুলিশের বিভিন্ন বিষয়ের প্রতিফলন ঘটবে।

অনুষ্ঠানে চলচ্চিত্রটির পরিচালক দীপংকর দীপন বলেন, সম্পূর্ণ ব্যতিক্রমধর্মী এই ছবিটি বিশ্বমানের হবে। অত্যাধুনিক প্রযুক্তির প্রয়োগ ঘটানো হবে এই ছবিতে।

চলতি বছরের শেষের দিকে ছবিটি মুক্তি পাবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

পুলিশকে নিয়ে প্রথম এই চলচ্চিত্রের কাহিনী লিখেছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের বোমা নিষ্ক্রিয় টিমের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) সানোয়ার হোসেন।

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার মনিরুল ইসলামের সভাপতিত্বে চুক্তি সই অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ কমিশনার আব্দুল জলিল, আব্দুল জলিল মন্ডল, মিলি বিশ্বাস এবং থ্রি হুইলারস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আলী হায়দার উপস্থিত ছিলেন।

শেয়ার করুন