দল নিয়ে অসন্তুষ্ট মুশফিক

0
157
Print Friendly, PDF & Email

শ্রীলঙ্কার বিপক্ষে হোয়াইটওয়াশ হয়ে এমনিতেই বাংলাদেশ দলের মানসিক অবস্থা ভালো নেই। তার উপর ‘অশোভন’ কাণ্ডে নিষেধাজ্ঞার খড়্গ নেমে এসেছে দলের সেরা খেলোয়াড় সাকিবের উপর। এশিয়া কাপ-পূর্ব সংবাদ সম্মেলনে তাই সাকিবের বিষয়টি নিয়েই সবার আগে কথা বলতে হলো মুশফিককে। দেশের কথা চিন্তা করে হলেও অধিনায়ক ক্রিকেট বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপনের কাছে সাকিবের শাস্তি কমানোর অনুরোধ করেছিলেন। এ বিষয়ে মুশফিক বলেন, “পাপন ভাইয়ের কাছে সাকিবের শাস্তি কমানোর অনুরোধ করেছিলাম। এখন বোর্ড যদি চায়, তবে সাকিবের শাস্তি কমাতে পারে।”

মুশফিক বলেন, “এশিয়া কাপ আমাদের জন্য অনেক বড় টুর্নামেন্ট। এখানে ভালো খেলা আমাদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ। এ জন্যই সাকিবকে দলে চেয়েছি আমরা। তা ছাড়া দলের অন্যতম সেরা ব্যাটসম্যান তামিমও এশিয়া কাপ স্কোয়াডে নেই, মাশরাফিও ফিট নয়। সুতরাং সাকিবকে ছাড়া কিছুটা হলেও ঝামেলায় পড়তে হবে আমাদের। আমি সাকিবকে মিস করবো।”

যে কাণ্ড ঘটিয়েছেন সাকিব, তাতে যদি তাকে ক্ষমা করা হয়, বা শাস্তি কমিয়ে দেওয়া হয়; তাহলে ভবিষ্যতে অন্যরা এ ব্যাপারে কিছুটা হলেও অগ্রাহ্যতার পরিচয় দিবে কি না; এ বিষয়ে মুশফিক বলেন, “আসলে ওকে দলে চাওয়া হয়েছে দেশের স্বার্থে। ও দলে থাকলে সেটা আমাদের জন্যই ভালো। এখন বোর্ড যদি মনে করে সাকিবের শাস্তি কমানো উচিত হবে না, তবে সেটা বোর্ডের ব্যাপার। সাকিব ছাড়াই আমাদের খেলতে হবে।”

শ্রীলঙ্কার বিপক্ষে টানা পাঁচটি সীমিত ওভারের ম্যাচ হারার পর একদিন পর থেকেই শুরু হওয়া এশিয়া কাপে বাংলাদেশের লক্ষ্য কী- এ বিষয়ে মুশফিক বলেন, “বর্তমান পরিস্থিতি বিবেচনা করে এখনই লক্ষ্য স্থীর করা কঠিন। আপাতত প্রধান লক্ষ্য থাকবে, দল হিসেবে মাঠে পারফর্ম করা। প্রথমত আফগানিস্তানের সাথে আমরা জিততে চাই, যদিও তারা কঠিন প্রতিপক্ষ। একই সাথে বাকি পাঁচ দলের সাথেও সেরা ক্রিকেট খেলতে চাই।”

এশিয়া কাপে ঠিক কতোটা পথ পাড়ি দিতে চায় বাংলাদেশ, এ বিষয়ে মুশফিকের বক্তব্য, “আমাদের প্রধান লক্ষ্য গত দুই বছর যেমন ক্রিকেট খেলেছি, সেটা এখনো খেলা। তারপর দেখা যাবে কতো দূর যাওয়া যায়।”

আফগানিস্তান বিষয়ে মুশফিক বলেন, “আফগানরা বড় চ্যালেঞ্জ আমাদের জন্য। ওদের একাধিক ক্রিকেটার ঢাকায় খেলে গেছে। সুতরাং ওদের বিপক্ষে জিততে হলে আমাদের ভালো খেলতে হবে। আফগানিস্তানের বিপক্ষে জয়ের ব্যাপারে আমরা আত্মবিশ্বাসী।”

মুখে আত্মবিশ্বাসের কথা বললেও বাস্তবে কিছুটা আত্মবিশ্বাসহীনতাও গ্রাস করেছে মুশফিককে। বিশেষ করে দল নিয়ে প্রকাশ্যেই চাপা অসন্তোষ প্রকাশ করেছেন বাংলাদেশ অধিনায়ক। দল নিয়ে মুশফিক বলেন, “দল ঘোষণা করার আগে আমার সাথে কোনো কথা বলা হয়নি। কে থাকছে, কে বাদ পড়ছে- এটা অন্তত আমাকে জানানো উচিত ছিলো। অধিনায়ককে এই সম্মানটা দেওয়া দরকার।”

শেয়ার করুন