ত্রিশালে জেএমবির হামলার ঘটনার পর পরই সীমান্তে রেড এলার্ট জারি করা হয়েছে।
রোববার বিকেলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এক জরুরি বৈঠক শেষে প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সাংবাদিকদের এ কথা জানান।
তিনি বলেন, সব সীমান্ত এলাকা সীলগালা করে দেওয়া হয়েছে। যাতে ছিনতাই হওয়া জেএমবি সদস্যরা দেশ ছেড়ে পালাতে না পারেন। ভারতীয় সীমান্ত রক্ষীবাহিনী বিএসএফকেও বিষয়টি জানানো হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বলেও বাংলাদেশ সরকারকে আশ্বস্ত করেছে বিএসএফ।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে প্রায় ঘণ্টাব্যাপী বৈঠকে দেশের সব কারাগারের নিরাপত্তা জোরদার করার সিদ্ধান্ত হয়েছে। সেই সঙ্গে বন্দিদের আনা নেওয়ার ক্ষেত্রে আরো সতর্ক হওয়ার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে।
বৈঠকে উপস্থিত ছিলেন পুলিশ, র্যাব, বিজিবি, এনএসআই এবং ডিজিএফআইয়ের উর্ধতন কর্মকর্তারা।