আওয়ামী লীগের সাবেক সাংসদ গোলাম মওলা রনি আজ প্রিয়.কমের কাছে এক সাক্ষাৎকারে বলেছেন, ‘আল্লাহ যদি আমাকে প্রধানমন্ত্রী হওয়ার সুযোগ দেন তাহলে আমি প্রথমেই সংসদের গদিওয়ালা চেয়ারগুলো ভেঙ্গে ফেলবো।’ বাংলাদেশের শাসন ব্যবস্থার আমূল পরিবর্তনের স্বপ্ন দেখা রনিকে পাসপোর্ট দেওয়া হচ্ছে না বলে তিনি অভিযোগ করেছেন। তবে ঠিক কি কারণে তিনি পাসপোর্ট পাচ্ছেন না তা তিনি জানেন না। তিনি সংশ্লিষ্টদের কাছে জেনেছেন, উপরের নির্দেশে পাসপোর্ট পাওয়া যাচ্ছে না। তবে এই ‘উপর’টি কে তা তাঁকে জানানো হয়নি। আজ রোববার গোলাম মওলা রনির ফেসবুক স্ট্যাটাসের পাসপোর্ট বিষয়টি নিয়ে শুরু হয় তাঁর সঙ্গে কথা। এরপর একে একে উঠে আসে নানান প্রসঙ্গ। এর বড় অংশই ছিলো রাজনীতি। প্রিয়.কমের কাছে সাবেক সাংসদ গোলাম মওলা রনি মোটা দাগে যা বললেন তার চুম্বক অংশ ছাপা হলো। এর পুরোটা রয়েছে অডিও সাক্ষাৎকারে।
গোলাম মওলা রনি যা যা বললেন :
আওয়ামী লীগের মধ্যে একটা সুবিধাবাদী গ্রুপ রয়েছে। যারা দলটাকে বিভিন্ন সময় প্রচন্ডভাবে ধ্বংসের দিকে নিয়ে যাওয়ার জন্য কাজ করছে। এই লোকগুলো দলের মূল স্রোতের লোকদের থেকে প্রভাবশালী।
এবার আমি সংসদ নির্বাচনের জন্য নমিনেশন চাইনি। নমিনেশন দেওয়ার জন্য সবাই রেডি ছিলো।
এই নির্বাচনে এমপি প্রার্থী হলে মঙ্গলজনক হবে না। এটি ভেবেই নির্বাচনে অংশ নিইনি। বিশাল দলের মধ্যে এটি একটি ছোট প্রতিবাদ।
দলের ভেতর থেকে কেউ কেউ আমাকে বাধা বিঘ্ন সৃষ্টি করার চেষ্টা করছেন। কিন্তু তা কেউ বাধা দিতে পারছেন না। আমি এগিয়ে যাচ্ছি।
কোন দলে যোগ দেওয়ার খবর একেবারে মিথ্যা।
বর্তমান সরকার ঠিক কতদিন টিকবে তার সঠিক উত্তর কেউ দিতে পারবে না।
৫ জানুয়ারির নির্বাচনের দায় থেকে যত তাড়াতাড়ি বের হয়ে আসা সম্ভব ততই সরকারের জন্য মঙ্গল।
বাকশালের চেয়েও একশোগুণ বেশি বিপদের প্রশ্ন হচ্ছে ৫ জানুয়ারির নির্বাচন।
দলের শীর্ষ নেতৃত্বের কাছে এসব কথা বলার সুযোগ নেই। প্রধানমন্ত্রীর পদটিই ক্ষমতার বলয়ের মধ্যে রয়েছে।
বাকশালে বঙ্গবন্ধুর যে ক্ষমতা ছিলো পরবর্তীতে তা একইভাবে জিয়াউর রহমান, খালেদা জিয়া, এরশাদ ও শেখ হাসিনা ভোগ করেছেন।
শেখ হাসিনা তাঁর সন্তান সজীব ওয়াজেদ জয়কে যতটুকু দায়িত্ব দিয়েছেন তিনি ততটুকুই পালন করেন। বিএনপির তারেক রহমানের মতো জয় স্বপ্রণোদিত হয়ে অতিরিক্ত ক্ষমতার চর্চা করতে পারেন না।
আমি যাঁদের সমালোচনা করেছি তাঁরা এবার কেউ সরকারে জায়গা পায়নি।
আমার প্রতিটি সমালোচনা প্রধানমন্ত্রী শেখ হাসিনা অক্ষরে অক্ষরে পালন করেছেন।
শেখ হাসিনার সঙ্গে আমার কোন শত্রুতা নেই।
গোলাম মাওলা রনির বক্তব্য
অডিওতে শুনুন আওয়ামী লীগের সাবেক সাংসদ গোলাম মওলা রনির সাক্ষাৎকার।
সাক্ষাৎকারটি নিয়েছেন প্রিয়.ডটকমের জয়েন্ট নিউজ এডিটর মেহেবুব আলম বর্ণ