‘কোথায় আপনাদের হুঙ্কার’

0
88
Print Friendly, PDF & Email

আইন শৃঙ্খলাবাহিনী দিয়ে বিরোধী দলের কর্মসূচিতে বাধা দেওয়া ও পুলিশি হেফাজত থেকে আসামি ছিনতাইয়ের ঘটনায় পুলিশের সমালোচনা করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া বলেছেন, কোথায় আপনাদের হুঙ্কার?

তিনি বলেন, বিরোধী দলের কর্মসূচীতে বাধা দিতে আইন শৃঙ্খলাবাহিনী ব্যাপক ক্ষমতা প্রয়োগ করে অথচ আসামি পলায়নের ক্ষেত্রে যথেষ্ট ভুমিকা রাখতে পারছে না। এরদ্বারা প্রমাণ হয় আইন শৃঙ্খলাবাহিনীর অবস্থান কি।

রোববার বিকেলে জাতীয় প্রেসক্লাবে মাহমুদুর রহমান মুক্তি সংগ্রাম পরিষদ আয়োজিত ‘উপজেলা নির্বাচনে সরকারের নগ্ন হস্তক্ষেপ ও ব্যাপক কারচুপি’ শীর্ষক প্রতিবাদসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মুক্তি পরিষদের সভাপতি রেজাউল কবিরের সভাপতিত্বে সভায় স্বাধীনতা ফোরামের সভাপতি আবু নাসের মো. রহমউল্লাহ, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক সাধারণ সস্পাদক বারেক হোসেন বক্তব্য রাখেন।

শেয়ার করুন